Select Page

দিল্লীতে জোনাকির আলো সেরা ছবি

দিল্লীতে জোনাকির আলো সেরা ছবি

inner_756317814দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার অ্যাক্রস দ্য বর্ডার জিতলো খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকির আলো’। এনডিএসসি কনভেনশন সেন্টারে তার হাতে পুরস্কার প্রদান করা হয়।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘জোনাকির আলো’ এর আগে রোমানিয়া, আমেরিকা ও মুম্বাইয়ে পুরস্কার জিতেছে। এতে অভিনয় করেছেন ইমন, কল্যাণ, বিদ্যা সিনহা মিম, গাজী রাকায়েত, মুনিরা মিঠু প্রমুখ। এছাড়াও ভারতের নয়দার মারওয়া ফিল্ম স্টুডিওর আজীবন সদস্যপদ পেয়েছেন খালিদ মাহমুদ মিঠু।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী শা রাজভ্ররণ দ্রর সিং। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় সচিব বিজেপি ইন্ডিয়া, দক্ষিণ দিল্লির সিটি মেয়র খুশি রাম, সিটি কর্পোরেশন চেয়ারম্যানের চেয়ারম্যান জালাজ শ্রীভাসানগভা ও উৎসব সভাপতি রাম কিশোর পরচা।

এবারের উৎসবে অংশ নিয়েছে মোট ২০০টি চলচ্চিত্র। এর মধ্যে ‘জোনাকির আলো’সহ বাংলাদেশের ছবি ছিলো মোট সাতটি।

সূত্র: বাংলানিউজ২৪


মন্তব্য করুন