Select Page

দীপ্ত টিভিতে ‘বীর’ প্রিমিয়ার, মোট নয় সিনেমা

দীপ্ত টিভিতে ‘বীর’ প্রিমিয়ার, মোট নয় সিনেমা

ঈদুল ফিতর উপলক্ষে দীপ্ত টিভিতে প্রথমবারের মতো টিভি প্রিমিয়ারে ’বীর’।

ঈদের দিন দুপুর দেড়টায় প্রচার হবে শাকিব খান অভিনীত-প্রযোজিত ও কাজী হায়াত পরিচালিত ‘বীর’। নায়িকা হিসেবে আছেন শবনম বুবলি। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, নানা শাহ, ডন প্রমুখ।

পরদিন দেখা যাবে অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’। প্রযোজনার পাশাপাশি অভিনয় করেছেন জয়া আহসান। আরও আছেন চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া, অনিমেষ আইচ, ইরেশ যাকের প্রমুখ।

আলোচিত ‘ঢাকা অ্যাটাক’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন। দীপঙ্কর দীপনের পরিচালনায় অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এ বি এম সুমন, কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, তাসকিন রহমান প্রমুখ।

চতুর্থ দিন থাকছে আশিকুর রহমান পরিচালিত ‘কিস্তিমাত’। অভিনয় করেছেন আরিফিন শুভ, আঁচল আখি, মিশা সওদাগর, টাইগার রবি প্রমুখ।

ঈদের পঞ্চম দিন সকাল ৯টায় থাকছে ‘অবতার’। মাহমুদ হাসান সিকদারের পরিচালনায় অভিনয় করেছেন মাহিয়া মাহী, আমিন খান, জে এইচ রুশো, মিশা সওদাগর, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ।

দুপুর দেড়টায় থাকছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তারকাটা’। অভিনয় করেছেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা মীম, মৌসুমী, ফারুক আহমেদ, ড. এজাজ আহমেদ প্রমুখ।

ষষ্ঠ দিন সকাল নয়টা প্রচার হবে ‘গহীন বালুচর’, পরিচালনায় বদরুল আনাম সৌদ। অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, জান্নাতুল নূর মুন, নীলাঞ্জনা নীলা, সুবর্ণা মোস্তফা, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, জিতু আহসান, শাহাদাত হোসেন প্রমুখ।

দুপুর দেড়টায় দর্শক দেখবে ‘চোরাবালি’। রেদওয়ান রনির পরিচালনা অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, জয়া আহসান, শহীদুজ্জামান সেলিম, এ টি এম শামসুজ্জামান, হুমায়ুন সাধু, জান্নাতুল ফেরদৌস পিয়া প্রমুখ।

সপ্তম দিন দুপুর দেড়টায় থাকছে অমিত আশরাফের ‘উধাও’। অভিনয় করেছেন মনির আহমেদ শাকিল, শাহেদ আলী, কাজী নওশাবা আহমেদ প্রমুখ।


মন্তব্য করুন