Select Page

দুই ছবিতে উজ্জ্বল

দুই ছবিতে উজ্জ্বল

14943_e12দেশীয় চলচ্চিত্রের মেগাস্টার উজ্জ্বল চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করলেও সম্প্রতি এমন দুটি ছবিতে অভিনয় করছেন, যা দেশে অতীতের দর্শকরা তাদের সেই প্রিয় মেগাস্টারকেই ফিরে পাবেন। ছবি দুটি হচ্ছে শাকিব খান প্রযোজিত এবং বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো দ্য সুপারস্টার’ ও নজরুল ইসলাম খান পরিচালিত ‘মনের ঠিকানা’।

দুটি ছবিতে মেগাস্টার কাজ করছেন শাকিব খানের সঙ্গে। দুটি ছবিতে নিজের চরিত্র নিয়ে দারুণ সন্তুষ্ট উজ্জল মানবজমিনকে বলেন, খুবই ভাল লাগছে কাজ করতে। রীতিমতো চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করছি এবং পরিচালিক যেভাবে চাইছেন সেভাবেই করছি। কোন ধরনের কমেপ্রামাইজ করছি না।

তিনি বলেন, যে ধরনের চরিত্রে অভিনয় করে আমি দর্শকদের কাছে ‘মেগাস্টার’ হয়েছি, এ দুই ছবির চরিত্রও সেরকম। ছবিগুলো দেখার পর দর্শকদের কাছে আমি ‘মেগাস্টার’ রূপেই ফিরে আসবো। দর্শক আনন্দ-উল্লাসের সঙ্গে আবারও বলবেন ‘কামব্যাক উজ্জ্বল’।


মন্তব্য করুন