Select Page

দুই পর্দাতেই নিপুণ

দুই পর্দাতেই নিপুণ

nipunঈদে বড়-ছোট দুই পর্দাতেই দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণকে। বড়পর্দায় তিনি আসবেন রাকিবুল আলম রাকিব পরিচালিত ‘প্রেমিক নাম্বার ওয়ান’ ছবিটি নিয়ে। আর ছোটপর্দায় একটি টেলিফিল্ম ও ৩টি নাটক নিয়ে।

ঈদ অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় তাকে দেখা যাবে এসএ হক অলিক পরিচালিত টেলিফিল্ম ‘দৈনিক সুসময় দৈনিক দুঃসময়’ এবং জাহিদ হাসান পরিচালিত অভিনীত নাটক ‘প্রীতি ও শুভেচ্ছা’তে। আরটিভির ঈদ অনুষ্ঠানমালায় দেখা যাবে মোশাররফ করিমের সঙ্গে মাসুদ সেজানের নাটক ‘মানি ইজ নো প্রবলেম’-এ। আর এনটিভিতে দেখা যাবে নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘দুইয়ে দুইয়ে পাঁচ’ নাটকে নীরবের সঙ্গে।

ঈদের সিনেমা নিয়ে কয়েকটি চ্যানেলের বিশেষ অনুষ্ঠানমালায়ও থাকবেন তিনি।

সূত্র: মানবজমিন

 


Leave a reply