Select Page

দুর্ঘটনায় আহত লাক্স তারকা মেহজাবিন

mehzabinচ্যানেল আই লাক্স সুপারস্টার মেহজাবিন একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে বিশ্রামে আছেন। তিনি মুখে ও শরীরের কয়েকটি স্থানে আঘাত পান। ধানমন্ডিতে একটি ফটোশ্যুটে অংশগ্রহন করতে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন মেহজাবিন।

পরবাসিনী নামের একটি ছবিতে শুটিং করলেও চলচ্চিত্রটির কাজ থেমে যাওয়ার পর সম্প্রতি মেহজাবিন মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘ডুবোশহরে’ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

সূত্র: প্রথম আলো


মন্তব্য করুন