Select Page

দেবাশীষের অনুরোধ রাখলেন ফেরদৌস ওয়াহিদ

দেবাশীষের অনুরোধ রাখলেন ফেরদৌস ওয়াহিদ

image_83286জনপ্রিয় কণ্ঠশিল্পী, চিত্রপরিচালক ফেরদৌস ওয়াহিদ দেবাশীষ বিশ্বাসের অনুরোধে নিজের প্রথম চলচ্চিত্রের রিলিজ তারিখ পেছালেন।

বেশ কয়েক মাস আগেই ফেরদৌস ওয়াহিদের প্রথম চলচ্চিত্র ‘কুসুমপুরের গল্প’ নামের চলচ্চিত্রটি সেন্সর সার্টিফিকেট পেয়ে এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। মৌমিতা, জেসমিন ও পলাশ নামের তিন নবাগতকে নিয়ে এই ছবিটির গান বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন। বিভিন্ন চ্যানেলে এর প্রচার চলছে। একই সাথে এ মাসের ৮ নভেম্বর ছবিটি রিলিজের সম্ভবনা ছিল। কিন্তু দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ‘ ছবিটি রিলিজের কারণে ছবিটি মুক্তি দিচ্ছেন না তিনি।

সবকিছু ঠিক থাকলে আগামী ২১ ফেব্রুয়ারি ছবিটি রিলিজের পরিকল্পনা রয়েছে তার।


মন্তব্য করুন