Select Page

‘দেবী’র ১০০ দিন

‘দেবী’র ১০০ দিন

# সগৌরবে শততম দিন পূর্ণ করছে ‘দেবী
# চলতি সপ্তাহে চারটি মাল্টিপ্লেক্সে ১১টি শো করে অনুষ্ঠিত হবে প্রতিদিন
# দেশের বাইরেও জনপ্রিয়তা পেয়েছে সিনেমাটি। সেখানে আয় ১ লাখ ডলারের বেশি

২০১৮ সালের হিট সিনেমা ‘দেবী’ মুক্তির ১০০তম দিন পর করছে শনিবার। ১৯ অক্টোবর মুক্তি পাওয়া সিনেমাটি ১৫তম সপ্তাহে এসেও ঢাকা-চট্টগ্রামের চারটি মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে।

দেবীর হলের তালিকা :

  • ব্লকবাস্টার, যমুনা ফিউচার পার্ক, ঢাকা (১৫তম সপ্তাহ)
  • সিলভার স্ক্রিন, চট্টগ্রাম (১৪তম সপ্তাহ)
  • স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা সিটি (১৪তম সপ্তাহ)
  • স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার, ধানমন্ডি (১ম সপ্তাহ)

চারটি মাল্টিপ্লেক্সে প্রতিদিন মোট ১১টি শো নিয়ে চলছে।

যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে প্রতিদিন ৪টি শো : সকাল ১১.৪৫, দুপুর ২.২০, সন্ধ্যা ৬.৫৫ ও রাত ৭.৪০।

সিলভার স্ক্রিন, চট্টগ্রামে প্রতিদিন ১টি শো: শুক্রবার বিকাল ৩টা ও শনি থেকে বৃহস্পতিবার বিকাল ৩.১৫।

স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা সিটি প্রতিদিন ৪টি শো: শুক্র ও শনিবার সকাল ১১.৩০, দুপুর ১.৪৫, সন্ধ্যা ৬.১০ ও রাত ৮.৪০। রবি থেকে বৃহস্পতিবার সকাল ১১.৩০, দুপুর ২, বিকাল ৪.১৫ ও সন্ধ্যা ৬.৫০।

স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভারে ২৭ জানুয়ারি রবিবার থেকে প্রতিদিন ২টি শো:  দুপুর ১.২০ ও সন্ধ্যা ৬.৫০।

পাশাপাশি ‘দেবী’ চলছে  যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও ফিনল্যান্ডে। ২৭ জানুয়ারি দুপুর ১২.৪৫-এ সান দিয়েগো’র লা পালোমা থিয়েটারে প্রদর্শিত হবে ‘দেবী’। দেশের বাইরে সিনেমাটির আয় ১ লাখ ডলারেরও বেশি।

‘দেবী’ ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদান পায়। পাশাপাশি ছবিটি যৌথভাবে প্রযোজনা করে সি তে সিনেমা এবং এই ছবি দিয়ে প্রযোজনায় অভিষেক হয় অভিনেত্রী জয়া আহসানের।  পরিচালনায় অভিষেক হয় অনম বিশ্বাসের ও অভিনেত্রী শবনম ফারিয়ার চলচ্চিত্রে অভিষেক ঘটে।

জনপ্রিয় বাংলাদেশী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মিসির আলি ধারাবাহিক অবলম্বনে নির্মিত প্রথম চলচ্চিত্র ‘দেবী’, যা এই ধারাবাহিকের একই নামের উপন্যাস হতে নির্মিত। মিসির আলির ভূমিকায় আছেন চঞ্চল চৌধুরী।


মন্তব্য করুন