Select Page

দেশের বাইরে ‘মায়ানগর’

দেশের বাইরে ‘মায়ানগর’

image_29096নারী নির্মাতা শান্তি চৌধুরী ইতিমধ্যে বেশ ক’টি নাটক নির্মাণ করে হাত পাকিয়েছেন। এবার নির্মাণ করছেন তার প্রথম ছবি ‘মায়ানগর‘। একজন নারীর জীবনের নানা ঘাত-প্রতিঘাতের কাহিনী নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে। ইতিমধ্যে ঢাকার বিভিন্ন লোকেশানে ছবিটির উল্লেখযোগ্য অংশের শুটিং হয়েছে।

এই বছরের মার্চে বিএফডিসি-তে ছবিটির মহরত হয়। তার পরপরই শুরু হয় ধারণ কাজ।

সে সময় ছবির গল্প সম্পর্কে পরিচালক সংবাদমাধ্যমকে জানান, ‘আমার চলচ্চিত্রের গল্পে তুলে ধরার চেষ্ঠা করব গ্রাম থেকে বাস্তুভিটা হারা মায়াকে। যে ঢাকায় এসে পরিচ্ছন্ন কর্মী হিসাবে জীবিকা নির্বাহ করতে গিয়ে আরেক দরিদ্র সুলতানের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে। মূলত গল্পটি রোমান্টিক হলেও এর মাধ্যমে উঠে আসবে নগরের ধনী দরিদ্রের সম্পর্ক।’

পরিচালক বিএমডিবি-কে জানান, ছবির সত্তর শতাংশ দৃশ্য তিনি ধারণ করেছেন। এ পর্যায়ে দেশে আর কোন শুটিং হচ্ছে না। বাকি কাজের জন্য শীঘ্রই টিম থাইল্যান্ডে যাচ্ছে।

শান্তি চৌধুরী তার প্রথম ছবি নিয়ে বেশ আশাবাদী বলে জানান। আশা করছেন ধারণ কাজ শেষে কোন এক শুভ দিনে ছবিটি মুক্তি দিবেন।

বর্তমানে দেশের বাইরের শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

এই ছবির প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করছেন নিপুণ, রুহী ও আসিফ ইমরোজ

ছবিটি ক্ল্যাপ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে।


Leave a reply