Select Page

দ্বিতীয় সপ্তাহে কোথায় ‘আয়নাবাজি’

দ্বিতীয় সপ্তাহে কোথায় ‘আয়নাবাজি’

aynabaji

৩০ সেপ্টেম্বর মুক্তি পায় অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি‘। ঢাকার কয়েকটি হলে সপ্তাহজুড়ে দেখা গেছে হাউজফুল বোর্ড। তাই রাজধানীর প্রধান হলগুলোতে দ্বিতীয় সপ্তাহেও চলছে সিনেমাটি। দ্বিতীয় সপ্তাহে ২৪টি হলে সিনেমাটি প্রদর্শিত হবে। ইতোমধ্যে কয়েকটি হলে শুক্রবারের টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে।সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, পার্থ বড়ুয়া, গাউসুল আলম শাওন, লুৎফর রহমান জর্জ।

এবার জেনে নিন কোথায় দেখা যাবে ‘আয়নাবাজি’- ঢাকায় : স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, শ্যামলী, বলাকা, আনন্দ, শাহিন, মধুমিতা ও রাজমনি। ঢাকার বাইরে :  চম্পাকলি (টঙ্গী), দর্শন (ভৈরব), ছায়াবানী (ময়মনসিং), সংগীতা (খুলনা), তাজ (নওগাঁ), চালা (সিরাজগঞ্জ), গৌরি (শাহজাদপুর), সেনা (সাভার), ছবিঘর ( ঝিনাইদহ), রূপকথা (পাবনা), রূপকথা (শেরপুর), কেয়া(টাঙ্গাইল), আলমাস (চট্রগ্রাম), মধুবন (বগুড়া), সাগর (কালিয়াকৈর) ও দুলাল (ফেনী)।


মন্তব্য করুন