Select Page

দ্বিতীয় সপ্তাহে ২০ হলে ‘ডুব’

দ্বিতীয় সপ্তাহে ২০ হলে ‘ডুব’

মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ২৭ অক্টোবর সারাদেশের ৩৯ হলে মুক্তি পেয়েছিল। মুক্তির দ্বিতীয় সপ্তাহে ১৯ হল কমেছে। ২০টি হলে চলবে সিনেমাটি।

শুক্রবার থেকে ব্লকবাস্টার সিনেমাস – ঢাকা, স্টার সিনেপ্লেক্স – ঢাকা, শ্যামলী – ঢাকা, বলাকা – ঢাকা, মধুমিতা – ঢাকা, ছায়াবানী – ময়মনসিংহ, চিত্রালী – খুলনা, শংখ – খুলনা, মর্ডান – দিনাজপুর, বনানী – কুষ্টিয়া, উপহার – রাজশাহী, মুন – হোমনা, পৃথিবী – জয়পুরহাট, পূর্বাশা – শান্তাহার, রাজ – কুলিয়ারচর, রাজিয়া – নাগরপুর, সঙ্গীতা – সাতক্ষীরা, সাধনা – রাজবাড়ী, তিতাস – পটুয়াখালী, দিনার – চট্টগ্রাম— এই হলগুলোতে দেখা যাবে সিনেমাটি।

একজন চলচ্চিত্র নির্মাতার জীবনের প্রেম, দ্বিতীয় বিয়ে ও মৃত্যু নিয়ে ‘ডুব’-এর গল্প। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান, কলকাতার পার্ণো মিত্র, বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা ও রোকেয়া প্রাচী।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। ছবিটির সহ-প্রযোজক ইরফান খান।

 


মন্তব্য করুন