Select Page

নকল বিতর্কে ‘ডেয়ারিং লাভার’

নকল বিতর্কে ‘ডেয়ারিং লাভার’

1982064_277672979057991_1351200210_n_60116নকল বিতর্কে জড়ালো শাকিব খানঅপু বিশ্বাস অভিনীত ‘ডেয়ারিং লাভার’। পহেলা বৈশাখকে উপলক্ষ করে ১১ এপ্রিল মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। এছবির মাধ্যমে প্রায় এক বছর পর পর্দায় দেখা যাবে জনপ্রিয় এ জুটিকে।

শুটিংয়ের সময় ছবিটির নাম ছিল ‘চিরদিনই তুমি যে আমার’। অন্য একটি ছবির নামের সঙ্গে মিলে যাওয়ায় মুক্তির আগমুহুর্তে নাম পরিবর্তন করা হয়েছে। তবে ইতোমধ্যে বিতর্কে জড়িয়ে ছবিটি। বিতর্কের বিষয় সেই নকল। ছবিটি মুক্তি না পেলেও এর পোস্টার নিয়েই বিতর্কটি জমে উঠেছে। হিন্দী ছবি ‘তিস মার খান’ এর  পোস্টারে শাকিব ও অপুর মাথা বসিয়ে পোস্টারটি তৈরি করা হয়েছে। যা সংবাদ ও অনলাইন যোগাযোগ মাধ্যমে সমালোচনা ও হাস্যরসের রসদ যুগিয়েছে।
চলচ্চিত্রটি প্রযোজনা করেছে এস এম ফিল্মস। সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ


মন্তব্য করুন