Select Page

নতুন বছরের শুরুতে আসছে ‘জিরো ডিগ্রি’

নতুন বছরের শুরুতে আসছে ‘জিরো ডিগ্রি’
zero degree poster y

জনপ্রিয় নির্মাতা অনিমেষ আইচ পরিচালিত ‌ চলচ্চিত্র ’জিরো ডিগ্রি’ সোমবার বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে।  বছরজুড়ে আলোচনায় থাকা চলচ্চিত্রটি নতুন বছরের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে মুক্তি পেতে পারে।

জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘জিরো ডিগ্রি’ তে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, জয়া আহসান, রুহী, ইফতেখার জাইব, মীর রাব্বি, রনন রয়, তারিক আনাম খান, টেলিসামাদ’সহ আরও অনেকে। দুজন প্রতারিত মানুষের প্রতিশোধের গল্পের থ্রিলারধর্মী কাহিনী নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। তারা হতে পারে স্বামী-স্ত্রী, প্রেমিক-প্রেমিকা বা অন্য কিছু।

জিরো ডিগ্রি ছবির টাইটেল গান গেয়েছেন জেমস প্লে হাউস প্রোডাকশন এর প্রযোজনায় ছবিটির কাহিনী ও চিত্রনাট্যও লিখেছেন পরিচালক অনিমেষ আইচ নিজেই।

সম্প্রতি ফেসবুক ও ইউটিউবে মুক্তি পেয়েছে ‘জিরো ডিগ্রি’র ট্রেলার। চলচ্চিত্রটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। 


মন্তব্য করুন