Select Page

‘নবাব এলএলবি’ দিয়ে খুলছে না মধুমিতা

‘নবাব এলএলবি’ দিয়ে খুলছে না মধুমিতা

১৪ মাস ধরে বন্ধ থাকার পর ২৫ জুন রাজধানীর মতিঝিলের মধুমিতা সিনেমা হল খোলার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। এ দিন থেকে অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ প্রদর্শনীর কথা ছিল। কিন্তু অনুমতি না পাওয়ায় খুলছে না ঐতিহ্যবাহী  হলটি।

মঙ্গলবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে মধুমিতার কর্ণধার ও প্রদর্শক সমিতি সাবেক সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ  বলেন, শুক্রবার থেকে মধুমিতা খুলতে চেয়েছিলাম। কিন্তু অনুমতি না পাওয়ায় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। ‘নবাব এলএলবি’ চালাতে চেয়েছিলাম। ব্যানার-পোস্টার লাগিয়েছিলাম। কিন্তু আজ নোটিশ দিয়ে জানিয়েছি হল খুলছি না।

তিনি বলেন, সম্প্রতি চিত্রামহল ও আনন্দ-ছন্দ সিনেমা হলে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করা হয়েছে। এদিকে মধুমিতা ১৪ মাস ধরে বন্ধ রেখে লোকসানের পাহাড় জমেছে। এর মধ্যে হল চালু করে জরিমানা গুণতে চাইনা। আগামী ঈদে যদি হল খুলতে না পারি তবে চিরতরে মধুমিতা সিনেমা হল বন্ধ করে দেব। এছাড়া কোনো উপায় নাই। আমার আর কিছু করার নেই।

এদিকে, সিনেমা হল প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল জানান, দুদিন আগে প্রদর্শক সমিতির পক্ষ থেকে তথ্য মন্ত্রণালয়, জন প্রশাসন মন্ত্রণালয় ও কয়েকজন সচিবের কাছে হল খোলার অনুমতি চেয়ে আবেদন করা হয়। কিন্তু করোনা পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় আপাতত সিনেমা হল খোলার আশা দেখছি না।


Leave a reply