Select Page

‘নবাব’ মুক্তি নিয়ে হিসেব-নিকেশ

‘নবাব’ মুক্তি নিয়ে হিসেব-নিকেশ

দুই মাস কলকাতায় ‘নবাব’র শুটিং করে দেশে এলেন শাকিব খান। তার নবাবি লুক দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। শুটিং শুরুতে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয় ভালোবাসা দিবসে মুক্তি পাবে ছবিটি। পরে শোনা যায় বৈশাখে আসবে ‘নবাব’।

কিন্তু বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে যুগান্তর জানায়, জাজ মাল্টিমিডিয়া চাচ্ছে না, বাংলা নববর্ষ উপলক্ষে মুক্তি পাক ‘নবাব’। তারা আগামী ঈদে মুক্তি দিতে ইচ্ছুক। বিষয়টি নিয়ে জাজের আব্দুল আজিজ ও শাকিব খানের মধ্যে এক রুদ্ধদার বৈঠকও হয়েছে এফডিসিতে।

সংবাদমাধ্যমটি আরো জানায়, একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘বাদশা-২’ নামে একটি ছবির কাজ শিগগিরই শুরু হওয়ার কথা ছিল। সেটি ঈদে মুক্তি লক্ষ্যেই নির্মিত হতো। কিন্তু সে ছবিটির কার্যক্রম সহসাই শুরু হচ্ছে না বলেই ‘নবাব’কে ঈদে নিয়ে যেতে চাইছে প্রযোজনা প্রতিষ্ঠান।

যুগান্তর বললেও সিনেমাটির নাম ‘বাদশা-২’ নাকি ‘বস-২’ নিশ্চিত নয়। কারণ সম্প্রতি জিতের প্রতিষ্ঠান গ্রাসরুট এন্টারটেইনমেন্টের সঙ্গে ‘বস’ সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দিয়েছে জাজ। সাধারণত জিতের সিনেমা বেশ সময় ও বাজেট নিয়ে হয়। তাই এখনো শুরু না হওয়ায় ধারণা করা হচ্ছে ঈদুল ফিতরে সিনেমাটি আসতে পারবে না।

এদিকে কলকাতার এসকে মুভিজের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ভেঙ্কটেশও চায় শাকিবকে নিয়ে ঈদের সিনেমা বানাতে। তাই জাজের পরবর্তী পদক্ষেপ হবে শাকিবকে নিজেদের দখলে রাখা।

নতুন বছরের পরিকল্পনা নিয়ে সম্প্রতি মানবজমিনকে শাকিব বলেন, “এখন আর আগের মতো ভাবলে হবে না। সামনে অনেক চিন্তা ভাবনা করে ভালো কিছু ছবিতে কাজ করতে চাই। ভারতের ভেঙ্কটেশ এবং এসকে মুভিজ আমার সঙ্গে কথা বলেছে। আর দেশের জাজ মাল্টিমিডিয়াও ঈদের জন্য নতুন ছবিতে আমাকে চায়। দেখা যাক দিন শেষে কোনটাতে ‘হ্যাঁ’ বলি। তবে আমি দর্শক ঠকাতে চাই না। আমার বিশ্বাস, সামনে আমাদের চলচ্চিত্রের বিশাল একটি পরিবর্তন আসবে।”

‘নবাব’ যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। পরিচালনায় আছেন কলকাতার জয়দীপ মুখোপাধ্যায়। শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার শুভশ্রী।


মন্তব্য করুন