Select Page

নভেম্বরে সেন্সর, ডিসেম্বরে মুক্তি

নভেম্বরে সেন্সর, ডিসেম্বরে মুক্তি

swatta

হাসিবুল রেজা কল্লোলের প্রথম সিনেমা ‘সত্তা‘ নিয়ে দর্শক আগ্রহের কমতি নেই। ভিন্ন ধরনের গল্পের পাশাপাশি দর্শক আকর্ষণ হিসেবে পাচ্ছেন ঢাকার সুপারস্টার শাকিব খান ও কলকাতার পাওলি দামকে।

২০১৪ সালের নভেম্বরের মাঝামাঝিতে সিনেমাটির শুটিং শুরু হয়। শেষ হয় চলতি অক্টোবরের মাঝামাঝি।

চিত্রায়ন শেষ হতেই কল্লোল জানালেন, নভেম্বরে সেন্সরে যাবে সিনেমাটি। মুক্তি পাবে ডিসেম্বরের শেষ সপ্তাহে।

সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মিত ‘সত্তা’র দুটি গান ও টিজার প্রকাশ হয়েছে ইতোমধ্যে। দর্শকের ভালোই সাড়া পেয়েছে প্রচারণা উপকরণগুলো্।


মন্তব্য করুন