Select Page

নায়ককে প্রসূনের প্রকাশ্য চুমু

নায়ককে প্রসূনের প্রকাশ্য চুমু

Prasun's kiss
সম্প্রতি মুক্তি পেয়েছে এস আই খান পরিচালিত অচেনা হৃদয়। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন এবং প্রসূন আজাদ। প্রসূন এবং সুমন এ চলচ্চিত্রের প্রমোশনের জন্য বিভিন্ন পেক্ষাগৃহের সামনে উপস্থিত হচ্ছেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার হল পরিদর্শন করতে গিয়ে নায়ক সুমনকে সবার সামনে চুমু খেয়ে বসলেন তিনি।  

এ ব্যাপারে প্রসূন বলেন, এটা আসলে হলিউড-বলিউড তারকারা যা করে সেসব অনুসরণ করা নয়। বলতে পারেন ছবির কোন অংশ নয়। এটা আমার আর সুমনের বাস্তব জীবনেরই অংশ। তবে এটা ভাবার কোন কারণ নেই আমরা দুজন প্রেম করছি। সুমন আর আমি খুব ভাল বন্ধু। মধুমিতা হলে গেলে সেখানে ফটোসাংবাদিকরা বলেন আমরা একটু ঘনিষ্ঠ হয়ে যেন পোজ দিই। আর সেটা দিতে গিয়েই সুমনের গালে চুমু খাই।

‘সর্বনাশা ইয়াবা’ ছবিতেই বড় পর্দায় অভিষেক হয় প্রসূন আজাদের। ক্যারিয়ারের দ্বিতীয় ছবি অচেনা হৃদয় নিয়ে আবারও বড় পর্দার দর্শকের মাঝে এলেন প্রসূন। শফিকুল ইসলাম খানের পরিচালনায় ‘অচেনা হৃদয়’ ছবিটি বর্তমানে দেশের ৩৭টি প্রেক্ষাগৃহে চলছে।


মন্তব্য করুন