Select Page

নায়িকার নামেই যখন সিনেমার গান

নায়িকার নামেই যখন সিনেমার গান

কেমন হবে যদি কোন চলচ্চিত্রের গানের কথায় সেই সিনেমার অভিনেত্রীর নাম থাকে? বাংলা চলচ্চিত্রে এমন ঘটনা বিরল নয়। 

মুখলেসুর রহমান পরিচালিত ‘হৃদয়ের আয়না’ সিনেমার নামের সাথে নায়িকার নামের মিল ছিল। রিয়াজ আয়না অভিনীত এ চলচ্চিত্রের একটি গানের কথাও ছিল এমন ‘আয়না তুমি হৃদয়ের আয়না’! গানটি তখন তুমুল জনপ্রিয় হয়েছিল। আয়নাকে ধরা হয় আমাদের চলচ্চিত্রের সুশ্রীতম নায়িকাদের একজন।

মৌসুমীর জনপ্রিয়তা তখন তুঙ্গে। তখন পরিচালক নাজমুল হুদা মিন্টু তার নামে সিনেমা বানান। অমিত হাসান মৌসুমী অভিনীত সেই ছায়াছবিতে তাকে নিয়ে গান ও ছিল। খালিদ হাসান মিলুর কন্ঠে গানটি…

জাজ মাল্টিমিডিয়া ও মাহি বাপ্পী জুটির অভিষেক হয়েছিল একসঙ্গে! এ প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম দিকের সবগুলো চলচ্চিত্রে অভিনয় করেন মাহিয়া মাহি!বেশ কয়েকটি ব্যাবসাসফল চলচ্চিত্রও ছিল। তখন প্রতিষ্ঠানটি মাহিয়া মাহিকে নিয়ে যৌথ প্রযোজনার চলচ্চিত্র বানানোর সিদ্ধান্ত নেয়। মূলত কলকাতার সিনেমায় শুধুমাত্র এক দুইজন বাংলাদেশী কলাকুশলী ঢুকিয়ে যৌথ বলে চালানোর কারণে সে সময় চলচ্চিত্রটি খুব সমালোচিত হয়েছিল। তবে রোমিও জুলিয়েট ব্যাবসা সফল হয়েছিল। সিনেমায় মাহিয়া মাহি শিরোনামে একটি গানও ছিল। 

অগ্নি চলচ্চিত্রের সফলতার পর জাজ মাল্টিমিডিয়া নির্মাণ করেছিল লেডি একশন সিনেমা রক্ত। যার মূল ভূমিকায় ছিলেন মুক্তির আগেই ২০ এর অধিক চলচ্চিত্রে অভিনয় করে আলোচিত হওয়া পরী মণি। এ চলচ্চিত্রে তার নামে একটি গানও রয়েছে, যা ইউটিউবে ভিউয়ার বিবেচনায় জনপ্রিয়তম বাংলা গানের একটি। 

নানা আলোচনা সমালোচনায় অপু বিশ্বাসের সাথে শাকিব খানের পর্দা ও পর্দার বাইরের জুটি ভেঙ্গে গেলে তিনি অভিষেক করান সংবাদ পাঠিকা বুবলির! তার বিপরীতে বসগিরি সিনেমায় বুবলি অভিনয় করেন। যার একটি গানও ছিল বুবলি শিরোনামে।

চিত্রনায়িকা পূর্ণিমার প্রথম দিককার চলচ্চিত্র মধু-পূর্ণিমা। ফেরদৌসের বিপরীতে এ সিনেমায় তার চরিত্রের নাম ও ছিল পূর্ণিমা! যদিও এতে পূর্ণিমা নামে কোন গান ছিল না কিন্তু পরবর্তীতে পূর্ণিমা অভিনীত একটি বিজ্ঞাপনের জিঙ্গেলের শিরোনাম ছিল এমন ‘আমার মনে রং লেগেছে ঝিলিক ছড়ায় পূর্ণিমা’! 

https://youtu.be/TnhdgPUyWjk

এছাড়া মুক্তি না পাওয়া মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ছায়া-ছবি’ সিনেমার ‘মন যা বলে বলুক’ গানে পূর্ণিমার নাম রয়েছে। এর কথা লিখেছেন আরেক নায়িকা মৌসুমী।


Leave a reply