Select Page

নিরবের দাবি বিয়ে, মামলা অপহরণের

নিরবের দাবি বিয়ে, মামলা অপহরণের

3

একইদিনে  দুইবার খবরের শিরোনাম হলেন জানুয়ারির প্রথম সপ্তাহে মুক্তি প্রতিক্ষীত চলচ্চিত্র ‘গেইম‘ এর নায়ক সাখাওয়াত হোসেন নিরব। সোমবার বিকেলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয় তিনি বিয়ে করেছেন। এর কয়েক ঘণ্টার ব্যবধানে তার বিরুদ্ধে অপহরণের মামলা দায়েরের খবর প্রকাশ হয়।
জানা যায়, ২৬ ডিসেম্বর রাতে নিরবের সঙ্গে তাশফিয়া তাহের চৌধুরী ঋদ্ধি নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থীর বিয়ের খবর গণমাধ্যম ও পত্রিকায় প্রকাশিত হয়। পাত্রী তাশফিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলেও নিরব তখন দাবি করেন।

সোমবার পুলিশের উত্তরা বিভাগের সহকারী কমিশনার শাহেদ ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৭ ডিসেম্বর রাতে আবু তাহের চৌধুরী নামের এক লোক উত্তরা মডেল থানায় অপহরণের মামলাটি করেন।”

আবু তাহের চৌধুরী পাত্রী তাশফিয়ার বাবা।

পুলিশ কর্মকর্তা শাহেদ বলেন, “অভিযোগপত্রে তিনি বলেছেন, তার মেয়ে তাশফিয়া তাহের চৌধুরীর সঙ্গে এক চিকিৎসকের বিয়ে ঠিক হয়ে ছিল। ২৭ ডিসেম্বর দুপুরে তাশফিয়া এক অনুষ্ঠানের জন্য সাজগোজ করতে উত্তরায়  পার্সোনার শাখায় গেলে মডেল নিরব তাকে ফুসলিয়ে নিয়ে অপহরণ করে।”

তাশফিয়া নর্থসাউথ ইউনিভার্সিটির স্থাপত্য বিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তার ফেসবুক প্রোফাইলেও নিরবের সঙ্গে একটি আংটি ধরে থাকার ছবি সোমবার আপলোড করা হয়েছে।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ মামলার বিষয়টি যাচাই বাছাই করে দেখছে।”

র‌্যাম্প মডেল থেকে টিভি নাটকে অভিনয় শুরু করেন নিরব। সেখান থেকেই ডাক পান চলচ্চিত্রে। ২০০৯ সালে শাহীন সুমন পরিচালিত ‘মন যেখানে হৃদয় সেখানে’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে অভিষেক হয় নিরবের। এ পর্যন্ত নিরবের ১৯টি সিনেমা মুক্তি পেয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ‘সাহেব নামের গোলাম’, ‘রাজা সূর্যক’, ‘গুরু ভাই’। সর্বশেষ মুক্তি পেয়েছে তার অভিনীত ‘চার অক্ষরে ভালোবাসা‘ চলচ্চিত্রটি।  আগামী বছরের শুরুতে নিরব অভিনীত ‘গেইম’ সিনেমাটি মুক্তির কথা রয়েছে।


মন্তব্য করুন