নির্বাচনী আমেজের মাঝে ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’
প্রশংসিত সংগীতশিল্পী আহমেদ হাসান সানি পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। এতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। সম্প্রতি এ অভিনেতা জানালেন, ডিসেম্বরে মুক্তি পেতে চলছে সিনেমাটি। সঙ্গে প্রকাশ করলেন সার্টিফিকেশন বোর্ডের ছড়পত্র।

আহমেদ হাসান সানি ও ইমতিয়াজ বর্ষণ
সরকারের ঘোষণা অনুসারে, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত যাচ্ছে অতি প্রত্যাশিত গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে যার প্রভাব পড়েছে রাজনৈতিক দলগুলোর মাঝে। সেই আমেজের মাঝে মুক্তি পাবে ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’।
ইমতিয়াজ বর্ষণ ছাড়াও আছেন আজাদ আবুল কালাম, তানভীর অপূর্ব, এ কে আজাদ সেতু, কেয়া আলম প্রমুখ। ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন খালিদ মাহমুদ তুর্য; প্রযোজনাও করেছেন তিনি।
জানা গেছে, ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ ছবির পটভূমি ছাত্র–জনতার অভ্যুত্থান। তবে এর মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন সময়ের ইতিহাসও তুলে ধরা হবে।
এ বিষয়ে সংবাদমাধ্যমকে গত জুলাইয়ে ইমতিয়াজ বর্ষণ বলেছিলেন, ‘আমরা প্রায় সময় বলে থাকি, রাজনৈতিক আলাপ নিষেধ। বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা নানা জায়গায় এটা লেখাও থাকে, রাজনৈতিক আলাপ নিষেধ। কিন্তু রাজনৈতিক আলাপটা আসলে জরুরি। মানুষ যত বেশি রাজনৈতিকভাবে সচেতন হবেন, ততই দেশ নিয়ে ভাবতে শিখবেন। আমরা এ ছবিতে রাজনৈতিক আলাপ যে জরুরি, সেটিই তুলে ধরার চেষ্টা করেছি।’
বিখ্যাত ‘ওরা ১১ জন’ দেখে চলচ্চিত্র নির্মাণের প্রতি আগ্রহী হয়ে ওঠেন আহমেদ হাসান সানি। তিনি বলেন, ‘আমাদের একটা বিশাল প্রজন্ম আই হেট পলিটিকসের মধ্য দিয়ে বেড়ে উঠেছে। এ কারণে দেশের ইতিহাস সম্পর্কে তাদের অতটা জানাশোনা নেই। কেন দ্বিজাতি তত্ত্ব হয়েছে, কেন বাংলাদেশ ভাগ হয়েছে, বাঙালি জাতি হয়েছে—আমাদের কতটা ভাঙা-গড়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। আমি যদি আমার অতীত সম্পর্কে ঠিকঠাক না জানি, তাহলে আমাদের ভবিষ্যৎও বেশি দূর এগোবে না। সে কারণেই রাজনৈতিক আলাপটা জরুরি। আমাদের ইতিহাস জানতে হবে। আমরা গল্পটার মধ্যে বিভিন্ন কথোপকথনের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রের ইতিহাস বলার চেষ্টা করেছি। সে কারণে ছবিটির নাম এটাই যথোপযুক্ত মনে হয়েছে।’
সম্প্রতি আহমেদ হাসান সানির আরেকটি ছবির ঘোষণা এসেছে। ‘রুহের কাফেলা’ নামে ছবিটি সরকারি অনুদানে তৈরি হবে। এক দৃষ্টিহীন মাদ্রাসাছাত্রের মাকে খোঁজার গল্প এটি। রূপক অর্থে বাংলাদেশকে খোঁজার গল্পও। ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ মুক্তির পরপরই নতুন ছবির প্রি–প্রোডাকশনের কাজ শুরু করতে চান সানি। এ শীতে ‘রুহের কাফেলা’র শুটিং শুরু করবেন তিনি।






