Select Page

নির্বাচনের পর ‘হৃদয়ের রংধনু’

নির্বাচনের পর ‘হৃদয়ের রংধনু’

# প্রায় দুই বছর সেন্সরে আটকে ছিল ‘হৃদয়ের রংধনু’
# আদালতে যেতে বাধ্য হন নির্মাতা রাজীবুল হোসেন
# সিনেমাটি আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে মুক্তি পাবে
# রাজীবুল জানালেন, নির্মাণে কোনো আপস করেননি

‘হৃদয়ের রংধনু’ সেন্সরবোর্ডে জমা পড়ে ২০১৬ সালে। প্রায় দু’বছর পর গত ২৩ অক্টোবর ছবির পরিচালক রাজীবুল হোসেন সেন্সর ছাড়পত্রের সনদ হাতে পান।

ছবিটি কবে মুক্তি পাবে জানতে চাইলে ছবির নির্মাতা বলেন, বলতে গেলে অনেক ফাইট করে অবশেষে সেন্সর ছাড়পত্র হাতে পেলাম। তবে আমার চলচ্চিত্র নিয়ে কোনো আপস করিনি। এটি নির্বাচনের পর প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।

দীর্ঘদিন ঝুলে থাকার পর সেন্সর সার্টিফিকেট হাতে পাওয়ায় আনন্দিত নির্মাতা। ‘হৃদয়ের রংধনু’ ছবিটির দৃশ্য ধারণ করা হয় দেশের ৫৪টি জেলায়। ছবিতে অভিনয় করেছেন বহু দেশি-বিদেশি শিল্পী।

তাদের মধ্যে আছেন মিনা পেটকোভিচ (সার্বিয়া), শামস কাদির, মুহতাসিম স্বজন, খিং সাই মং মারমা প্রমুখ।

সূত্র : মানবজমিন


Leave a reply