Select Page

নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তরে নিষেধাজ্ঞা

নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তরে নিষেধাজ্ঞা

চলচ্চিত্র শিল্পী সমিতির ঘটনাবহুল নির্বাচনে আরও একটি ঘটনা যুক্ত হল। এবার নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর এবং তাদের শপথ গ্রহণের উপর অস্থায়ী স্থগিতাদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

রমিজ উদ্দিন নামক সমিতির একজন সদস্যের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেয়া হয়। রমিজ উদ্দিন তার মামলায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর, শিল্পী সমিতির সদ্য সাবেক সভাপতি শাকিব খানসহ নব-নির্বাচিত ২১ জনকে বিবাদী করেছেন।

আদালতের আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ অস্থায়ী নিষেধাজ্ঞা বলবত থাকবে। প্রধান নির্বাচন কমিশনার এ নির্দেশনার কথা শুনেছেন কিন্তু হাতে চিঠি পান নি বলে জানিয়েছেন। চিঠি পাওয়ার পর তিনি আনুষ্ঠানিক বক্তব্য দেয়ার কথা জানান।

উল্লেখ্য, গত ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচিত হন। কিন্তু ৭ মে ফলাফল বাতিলের আবেদন করেন পরাজিত সভাপতি প্রার্থী ওমর সানী। ৯ মে আপিল বিভাগ নতুন করে ফল ঘোষণা করে। এতে ওমর সানীর ৯ ভোট বাড়ে এবং কার্যনির্বাহী সদস্য পদে সুশান্তের বদলে নানাশাহ জয়লাভ করেন। ফলাফল সামান্য পরিবর্তনকে নির্বাচন কমিশন ক্যালকুলেটরের ভুল বলে দাবি করেন।

 


মন্তব্য করুন