Select Page

নূর: অসম্পূর্ণ ছবিকে ছাড়পত্র দেবে না সেন্সর বোর্ড

নূর: অসম্পূর্ণ ছবিকে ছাড়পত্র দেবে না সেন্সর বোর্ড

এখন থেকে পোস্ট প্রডাকশন পুরোপুরি সম্পূর্ণ করে অর্থাৎ  মুক্তির জন্য প্রস্তুত এমন ছবি সেন্সরে জমা দিতে হবে। নইলে ছাড়পত্র পাবে না। রায়হান রাফী নির্মিত ‘নূর’ প্রসঙ্গে এ তথ্য জানিয়েছেন সারাবাংলা।

‘নূর’ সেন্সর বোর্ড দেখেছে ২১ জুলাই। এরপর ছবিটিকে আপাতত সেন্সর ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড সদস্যরা।

বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ‘ছবিটির গল্প, বিষয়বস্তু দারুণ। এসব নিয়ে বোর্ড সদস্যদের কারোই কোনো আপত্তি নেই। কিন্তু একটা ছবি জমা দিবে তার সংলাপ বোঝা যাবে না, কালার কারেকশন করা থাকবে না, ফটোগ্রাফি, সাউন্ডে সমস্যা থাকবে— ছবিটা আমরাই ভালো করে দেখতে পারি নাই। শুটিং করার সময় এটা সাউন্ড নেওয়া হয় ওটা ডাবিং না করেই তারা জমা দিয়েছে। কীভাবে এমন অসম্পূর্ণ ছবি জমা দেয়! তাই আমরা তাদের বলেছি সবপ্রকার টেকনিক্যাল বিষয় ঠিকঠাক করে নতুন করে আবার জমা দিতে। এরপর আমরা ছাড়পত্র দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিবো।’

তিনি জানান, সেন্সর বোর্ড চিন্তা করছে এখন থেকে কোন পরিচালক-প্রযোজক যাতে এমন অসম্পূর্ণ ছবি জমা না দিতে পারেন তা্র জন্য নীতিমালা সংশোধন করার।

সেন্সর বোর্ডের উপপরিচালক মো. মমিনুল ইসলাম বলেন, আমরা ছবিটি দেখেছি। এতে কিছু ত্রুটি রয়েছে। তা সংশোধন করার জন্য তাদের বলা হবে।

‘নূর’ প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির প্রযোজনা নির্বাহী অপূর্ব রায় অবশ্য বিষয়টিকে স্বাভাবিক বলছেন। তিনি বলেন, অসম্পূর্ণ ছবি জমা দিয়েছি ব্যাপারটা তা না। হয়তো আমরা কালার কারেকশন করা ছাড়া যে ফাইল সেটা সেন্সরে পাঠিয়েছিলাম, তাই তারা এমনটা বলছেন। তাছাড়া আগে তো এগুলো লাগতো না। সেন্সর বোর্ডের তো এতকিছু দেখার দরকার নাই। তারা দেখবে ছবির কাহিনি ও নির্মাণে দেশ বিরোধী ও সেন্সর নীতিমালা বিরোধী কোনো কিছু আছে কিনা। যাই হোক আমরা নতুন করে ছবি জমা দিবো। এমনিতে ছবি আনকাট পাশ বলে আমরা জেনেছি।

তিনি আরও বলেন, এভাবে ছবি জমা দেওয়া হয়, কারণ টেকনিক্যাল বিষয়গুলো ঠিক করতে বেশ সময় লাগে। পুরো জিনিস ঠিক করে ছবি জমা দিতে গেলে অনেক সময় টার্গেট সময়ে ছবি মুক্তি দেওয়া যায় না। এখন যেহেতু সেন্সর বোরড বলছে এভাবে জমা দেওয়া যাবে না, আমরা পরবর্তী থেকে ওইভাবেই জমা দিবো।

ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও ঐশী।


মন্তব্য করুন