Select Page

‘নৃ’ মুক্তির আগে চলে গেলেন পরিচালক রাসেল আহমেদ

‘নৃ’ মুক্তির আগে চলে গেলেন পরিচালক রাসেল আহমেদ

নির্মাতা রাসেল আহমেদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪০।

তার বন্ধু-সহকর্মীরা জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাসেলকে উত্তর বাড্ডার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে দ্রুত পাঠানো হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানকার চিকিৎসকরা রাসেলকে মৃত ঘোষণা করেন।

রাসেলের ছবির চিত্রগ্রাহক শরীফ খৈয়াম আহমেদ ঈয়ন বলেন, ‘নিজের দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনেই পৃথিবী থেকে চলে গেলেন রাসেল। ‘নৃ’ নিয়ে তাঁর অনেক স্বপ্ন ও পরিকল্পনা ছিল। কিছুই করে যেতে পারলেন না।’

‘নৃ’ নামে একটি ভিন্ন ধারার চলচ্চিত্র নির্মাণ করেছিলেন রাসেল আহমেদ। শুটিং শেষ করলেও এর মুক্তি দেখে যেতে পারেননি তিনি। নির্মাণেই সিনেমাটি আলোচনা তৈরি করে।

রাসেল আহমেদ বেশ কিছু নাটকও নির্মাণ করেছিলেন। দেশটিভিতে প্রচারিত ‘ফ্লাইওভার’ দিয়ে নজর কেড়েছিলেন তিনি।


Leave a reply