Select Page

নেতিবাচক চরিত্রে মোশাররফ করিম

নেতিবাচক চরিত্রে মোশাররফ করিম

10605_e1নতুন চলচ্চিত্রে ভিন্নধারার চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। চরিত্রটি নেতিবাচক হলেও নিজেকে খলনায়ক বলতে রাজি নন তিনি। নতুন এই ছবির নাম ‘জালালের পিতাগণ’। পরিচালক আবু শাহেদ।

এটি মোশাররফ করিমের ছয় নম্বর চলচ্চিত্র। এরই মধ্যে চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছে। শেষ হবে শিগগিরই। নিজের চরিত্রটি নিয়ে মোশাররফ করিম মানবজমিনকে বলেন, ছেলেটি যা চায় তা-ই তার কাছে সুন্দর। যখন তা চায় না, তখন ওটার চেয়ে অসুন্দর আর কিছু হতে পারে না। অন্তর্দ্বন্দ্বে ভরপুর। সব মিলিয়ে এই চলচ্চিত্রে আমাকে খলনায়ক বলা উচিত হবে না। চরিত্রটি পুরোটাই নেতিবাচক। মানে নিজের সঙ্গেই নিজের বনিবনা হয় না।

নিজেকে মোটেও এই ছবির খলনায়ক বলতে আগ্রহী নন এই মেধাবী অভিনেতা। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, অভিনেতা হিসেবে যে কোন চরিত্রকে আমি চরিত্রই মনে করি। যদি এক জায়গায় সীমাবদ্ধ হয়ে যাই, তাহলে তো আর অভিনয়ের ক্ষুধা মিটবে না। এখন নেতিবাচক চরিত্রে অভিনয় করছি, হয়তো পরের ছবিতেই পুরোপুরি ইতিবাচক চরিত্রে কাজ করবো।


মন্তব্য করুন