পরিচালক সমিতির নিষেধাজ্ঞায় থামেনি ‘রংবাজ’
চলচ্চিত্র নির্মাণে শাকিব খানকে বিরত রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এছাড়া গণমাধ্যমে চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশ্য করে মানহানিকর বক্তব্য দেয়ার কথা তুলে ধরে তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশও দিয়েছে সংগঠনটি। সোমবার পরিচালক সমিতির পক্ষ থেকে সমিতির সদস্যদের উদ্দেশ্যে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তা সত্ত্বেও শাকিব অভিনীত ‘রংবাজ’-এর শুটিং স্থগিত হয়নি। খবর মানবজমিন।
ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সমপ্রতি শাকিব খান জাতীয় পত্রিকা ও মিডিয়ায় চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশ্য করে মানহানিকর বক্তব্য দেয়ায় সমিতির ভাবমূর্তি ও সম্মান রক্ষার্থে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে সম্মানজনক সুরাহা না হওয়া পর্যন্ত তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। বিজ্ঞপ্তিটিতে স্বাক্ষর করেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।
তিনি মানবজমিনকে বলেন, সাতদিনের মধ্যে এই লিগ্যাল নোটিশের উত্তর দিতে হবে। আর শাকিব বর্তমানে যে ছবির কাজ করছেন সেই পরিচালককে চিঠি মারফত এই নোটিশের বিষয়ে জানানো হবে।
এদিকে কয়েকদিন ধরেই শাকিব খান পাবনায় ‘রংবাজ’ ছবির কাজ করছেন। ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি।
তবে লিগ্যাল নোটিশের বিষয়ে শাকিব খান বলেন, ‘রংবাজ’ ছবিতে তিনজন প্রযোজকের টাকা রয়েছে। অনেকটা শুটিং হয়েও গেছে। হঠাৎ বন্ধ করে দিতে চাইলে তো হবে না। পরিচালক সমিতি এটা পারেন না। আমার কাছে এখনো কোনো লিগ্যাল নোটিশের চিঠি আসেনি। আসার পর আমার জবাব আমি দিয়ে দিব। দরকার হলে ছবির প্রযোজকরাও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
‘রংবাজ’ ছবির পরিচালক শামীম আহমেদ রনী বলেন, আমি ২০০ জনের শুটিং ইউনিট নিয়ে আউটডোরে কাজ করছি। ইচ্ছে করলেই তো শুটিং বন্ধ রাখা যায় না। কারণ তাদের শিডিউল নিয়ে সবাইকে একত্র করে অনেক কষ্ট করে কাজ করছি। আমি পরিচালক সমিতি থেকে কোনো চিঠি এখনো হাতে পাইনি। মাঝ পথে এসে শুটিং বন্ধ করা সম্ভবও নয় এখন। ৫ মে পর্যন্ত এ ছবির কাজ এখানে চলবে।
প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সংবিধানের ৫-এর ক ধারা অনুযায়ী সমিতি কর্তৃক কাজ বন্ধের চিঠি পাওয়ার পর যদি কোনো পরিচালক তা বন্ধ না করেন তাহলে তার সদস্যপদ বাতিল বলে গণ্য হবে।