Select Page

পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ ও মহাসচিব শাহীন সুমন

পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ ও মহাসচিব শাহীন সুমন

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৩-২০২৪ মেয়াদের জন্য কাজী হায়াৎ সভাপতি ও শাহীন সুমন মহাসচিব নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।

শাহীন সুমন ও কাজী হায়াৎ

১৪২ ভোট পেয়ে কাজী হায়াৎ সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মুশফিকুর রহমান গুলজার পেয়েছেন ১৩৮ ভোট। অন্যদিকে ১৬০ ভোট পেয়ে মহাসচিব নির্বাচিত হয়েছেন শাহীন সুমন। তার প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন রাজু পেয়েছেন ১২০ ভোট।

শুক্রবার দিনভর সংগঠনটির ভোট গ্রহণ চলেছে। সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় তা শেষ হয়। মধ্যরাতে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চু ফলাফল ঘোষণা করে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এবারের নির্বাচনে ৩৬৮ জন মোট ভোটারের মধ্যে ৩০২ জন ভোট দিয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া ভোট বাতিল হয়েছে ৯টি। সংগঠনের ১৯টি পদের বিপরীতে মোট ৩৯ জন পরিচালক প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন আবদুল লতিফ বাচ্চু এবং কমিশনার হিসেবে ছিলেন পরিচালক বিএইচ নিশান ও শামসুল আলম।

এক সময়ের খ্যাতিমান নির্মাতা কাজী হায়াতের সর্বশেষ সিনেমা ‘জয় বাংলা’। সরকারি অনুদানের সিনেমাটির মান নিয়ে তিনি সমালোচনার মুখে পড়েন সম্প্রতি। অন্যদিকে শাহীন সুমনের সর্বশেষ সিনেমা ‘বিদ্রোহী’ মুক্তি পায় গত ঈদুল ফিতরে। শাকিব খান অভিনীত সিনেমাটি একদমই ব্যবসা করেনি।


মন্তব্য করুন