Select Page

পরীর কাছে প্রিয়র ভুল স্বীকার

পরীর কাছে প্রিয়র ভুল স্বীকার

12313845_1524110187882092_4509800863463072476_n

নিউজ পোর্টাল প্রিয় ডটকম ১৭ নভেম্বর পরী মনিকে নিয়ে ‘অনুতপ্ত নন, প্রশ্ন শুনেই ক্ষেপলেন পরী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। এর কয়েকদিন পরই এ অভিনেত্রী অনলাইনটির বিরুদ্ধে মানহানির মামলা করে।

প্রথমদিকে অভিযোগ অস্বীকার করলেও এবার প্রিয় ভুল স্বীকার করল। ১ ডিসেম্বর এক প্রতিবেদনে বলা হয়, ‘উক্ত রিপোর্টটিতে আরো বেশি যত্বশীল হওয়ার সুযোগ ছিল বলে মনে করে প্রিয়.কম। এই ধরনের অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছি। পাশাপাশি ভবিষ্যতে রিপোর্টিং-এর ক্ষেত্রে প্রিয়.কম আরো বেশি যত্নশীল হবে।’

এরই পরিপ্রেক্ষিতে বুধবার পরী মনি ফেসবুকে স্ট্যাটাস দেন; তিনি প্রিয় ডটকমকে ভুল সংশোধনের জন্য ধন্যবাদ জানান। এ ছাড়া জানান, মামলা প্রত্যাহার করে নেবেন।

ফেসবুকে লিখেন, ‘অনেক কিছুই লেখার ছিল। কিছুই রইল না এখন। ধন্যবাদ প্রিয়.কম আপনারা আপনাদের ভুল সংশোধন করে নিয়েছেন। দয়া করে ভবিষ্যতে এ রকম মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রকাশে বিরত থাকবেন আশা করি। আর নজর দেয়া উচিৎ এসব রিপোর্টারদের উপর যাদের কারণে আপনাদের প্রতিষ্ঠানের বদনাম কিনছেন। এমন কাউকে দায়িত্ব দেয়া উচিৎ যে তার দায়িত্ব দায়িত্বের সাথে পালন করবে। However, I shall withdraw my case. Hope we will keep our relation intact in future.’


মন্তব্য করুন