Select Page

পরীর ‘নগর মাস্তান’কেও ছাড়ল সেন্সর

পরীর ‘নগর মাস্তান’কেও ছাড়ল সেন্সর

পরী-মনি

সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেল পরী মনি অভিনীত ও রকিবুল আলম রকিব পরিচালিত ‘নগর মাস্তান’। আপিল বোর্ডের সুপারিশক্রমে কর্তন সাপেক্ষে ছাড়পত্র প্রদান করে চলচ্চিত্র সেন্সরবোর্ড। ছবিটি এখন মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। এ ছবিতে পরীর নায়ক জায়েদ খান ও শাহরিয়াজ।

আলোচিত নায়িকা পরীমনি শাহ আলম মণ্ডলের ‘ভালবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেও ব্যাপক আলোচনায় আসেন ‘রানা প্লাজা’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে। এ সিনেমাটিও সেন্সরে অনেকদিন আটকে থাকার পর এ মাসের ছাড়পত্র পায়।

ঈদে মুক্তি পাবে খোরশেদ আলম খসরু প্রযোজিত এবং এসএ হক অলিক পরিচালিত ‘আরো ভালবাসবো তোমায়’। এই ছবিতে তার নায়ক শাকিব খান।

সূত্র : মানবজমিন


মন্তব্য করুন