Select Page

পরী মনি আটক, ‘মদ-মাদক’ উদ্ধারের দাবি

পরী মনি আটক, ‘মদ-মাদক’ উদ্ধারের দাবি

রাজধানীর বনানীর বাসায় অভিযান চালিয়ে বুধবার বিকেলে পরী মনিকে আটক করেছে র‍্যাব। তাকে বাসাতেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংবাদমাধ্যমকে জানানো হয়।

র‌্যাব জানিয়েছেন, পরী মনির বাসায় তল্লাশি চালিয়ে কিছু মাদক দ্রব্য ও মদ পাওয়া গেছে।

প্রথম আলোর কাছে সন্ধ্যা পৌনে ৭টার দিকে পরী মনিকে আটকের সত্যতা নিশ্চিত করেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ।

তিনি বলেন, র‍্যাব সদস্যরা বাসার ভেতরে অবস্থান করে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করছে। বাসায় এখনো তল্লাশি চলছে।

রাত ৮টার পর পরী মনিকে বাসা থেকে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।

এ দিকে বিকেলে র‍্যাবের একটি দল পরী মনির বাসায় অভিযান চালায়। এর সময় ভেতর থেকে দরজা লাগিয়ে ফেসবুকে লাইভে এসে পরী মনি থানা-পুলিশ ও ডিবির কর্মকর্তা এবং তার পরিচিতজনদের কাছে ফোন করে তাকে বাঁচানোর আহ্বান জানান। বারবার র‍্যাব তাদের পরিচয় দিলে ভেতর থেকে দরজা খুলছিলেন না তিনি। বিকেল ৪টা ৩৫ মিনিটে ভেতর থেকে দরজা খুলে দেওয়া হলে র‍্যাব সদস্যরা বাসার ভেতরে ঢোকেন।

গত ১৩ জুন ফেসবুক লাইভে এসে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনেন পরী মনি। পরদিন দুপুরে সাভার থানায় নির‌্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে ছয় জনের নামে মামলা দায়ের করেন তিনি। মামলায় নাসির ইউ মাহমুদকে প্রধান আসামি করা হয়।

এর কয়েকদিন পর কিছু মিডিয়া ফলাও করে পরী মনি বাসায় মদ আছে এ মর্মে লাগাতার সংবাদ প্রকাশ করে। এর প্রায় দেড় মাস তার বাসায় হানা দিয়েছে র‌্যাব।

উল্লেখ্য কয়েক দিনের মধ্যে একাধিক মডেল ও অভিনেত্রীর বাসায় অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় আইনশৃংখলা বাহিনী।


Leave a reply