Select Page

পাঁচ জন নির্মাতা পাচ্ছেন চলচ্চিত্র অনুদান

পাঁচ জন নির্মাতা পাচ্ছেন চলচ্চিত্র অনুদান


২০১৭-১৮ অর্থ বছরে চলচ্চিত্রের জন্য সরকারি অনুদান ঘোষণা করা হয়েছে। বুধবার (৬ জুন) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, চলচ্চিত্র বিভাগে ৫ জনকে এবার চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হচ্ছে।

অনুদান প্রাপ্তরা হচ্ছেন মানিক মানবিক (আজব ছেলে), আবিদ হোসেন খান (অবলম্বন), গাজী রাকায়েত (গোর), সাইদুল আনাম টুটুল (কালবেলা) ও হাবিবুর রহমানের (অলাতচক্র)।

এরমধ্যে অনুদান হিসেবে প্রামাণ্যচিত্র ‘অবলম্বন’ পাবে ৪০ লাখ আর বাকি ৪টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা পাবে ৬০ লাখ টাকা করে।

এর মধ্যে ‌‘মৃত্তিকা মায়া’র জন্য পরিচালক গাজী রাকায়েত ২০১২ সালে অনুদান পেয়েছিলেন। সিনেমাটি ১৭টি শাখায় জাতীয় পুরস্কার ২০১৩ পায়।

অন্যদিকে সরকারি অনুদানে মানিক মানবিক নির্মাণ করেছিলেন ‘শোভনের স্বাধীনতা’ শিরোনামের শিশুতোষ চলচ্চিত্র। মুক্তি পায় ২০১৫ সালের ১১ ডিসেম্বর।


মন্তব্য করুন