Select Page

পাঁচ বছরের পুরোনো সিনেমার বদলে আসছে তরতাজা ‘টাইগার থ্রি’

পাঁচ বছরের পুরোনো সিনেমার বদলে আসছে তরতাজা ‘টাইগার থ্রি’

 ‘জাওয়ান’-এর আবারো একই দিনে বাংলাদেশে বলিউড সিনেমা মুক্তির তোড়জোর চলছে। সাফটা চুক্তির দোহাই দিয়ে আসছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার থ্রি’। আর এ ছবির বদলে বাংলাদেশ থেকে ভারতে পাঁচ বছর আগের একটি সিনেমার রফতানি দেখানো হয়েছে।

দায়িত্বশীল একটি সূত্রের বরাত দিয়ে এনটিভি অনলাইন জানায়, বাংলাদেশে মুক্তির অনুমতি চেয়ে ইতোমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া।

জানা গেছে, আমদানি-রফতানি নীতিতে ‘টাইগার থ্রি’র বিনিময়ে ওপারে গেছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফী পরিচালিত সিয়াম-পূজার সিনেমা ‘পোড়ামন ২’।

সূত্র বলছেন, আগামী সপ্তাহে যাচাই বাছাই করে সবকিছু ঠিক থাকলে ‘টাইগার ৩’ মুক্তির অনুমতি মিলবে। নইলে ১৭ নভেম্বর মুক্তি দেওয়া হবে। সাফটা চুক্তিতে ৩১ অক্টোবর ‘টাইগার ৩’ বাংলাদেশে মুক্তির অনুমতি চেয়ে আবেদনা জমা দেয়া হয়েছে।

জাজ মাল্টিমিডিয়ার নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলছে, মন্ত্রণালয়ের অনুমতি পেলেই আগামী সপ্তাহে ‘টাইগার থ্রি’ সেন্সর হবে। বলিউডের সঙ্গে একসঙ্গে মুক্তি দেয়ার জোর চেষ্টা চালাচ্ছে জাজ। কোনো কারণে ১২ নভেম্বর মুক্তি না দিতে পারলে পরের সপ্তাহে বাংলাদেশে চলবে ‘টাইগার থ্রি’।

স্পাই অ্যাকশন থ্রিলার ধাঁচের ‘টাইগার থ্রি’ পরিচলানা করেছেন মনীশ শর্মা। সিনেমায় সালমান এবং ক্যাটরিনা কাইফ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ভিলেনের চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। সিনেমাটি এই বছরের দীপাবলিতে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

এদিকে চলতি মাসে ভারতের সঙ্গে একইদিনে মুক্তি পেতে পারে আরো একটি ছবি। জিৎ অভিনীত ‘মানুষ’ মুক্তি পাবে ২৪ নভেম্বর। এ ছবির চিত্রনাট্যকার ও পরিচালক বাংলাদেশের সঞ্জয় সমাদ্দার। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।


মন্তব্য করুন