Select Page

পেছালো গুন্ডা দ্য টেররিস্ট

পেছালো গুন্ডা দ্য টেররিস্ট

Gunda-The-Terroristইস্পাহানি আরিফ জাহান পরিচালিত গুন্ডা দ্য টেররিস্ট ছবিটি মুক্তির কথা ছিল জানুয়ারীতেই, কিন্তু দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে পিছিয়েছে ছবির মুক্তি। জানুয়ারীতে নয়, আগামী এপ্রিলে মুক্তি পাবে গুণ্ডা দ্য টেররিস্ট।
‘গুণ্ডা দ্য টেরোরিস্ট’ ছবিতে চিত্রনায়ক বাপ্পির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আঁচল। গেলো বছরের ১২ আগস্ট এর  চিত্রধারণের মাধ্যমে ছবির কাজ শুরু হয়। এর দৃশ্যধারণ করা হয়েছে ঢাকা ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন লোকেশনে। ছবির একটি আইটেম গানে লুঙ্গি পরে একসঙ্গে কাজ করার কারণে বাপ্পি-আঁচল জুটি সমালোচিতও হন।

গত নভেম্বরে ‘গুণ্ডা দ্য টেরোরিস্ট’ সেন্সর বোর্ডে জমা পড়ে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা কর্তনে ছাড়পত্র লাভ করে। প্রথম দফায় এ বছরের শুরুর ছবিটি মুক্তি দেয়ার কথা থাকলেও আগামী ১০ এপিল ছবিটি মুক্তির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।


মন্তব্য করুন