Select Page

পোড়ামন ২ : তৃতীয় সপ্তাহের হল তালিকা

পোড়ামন ২ : তৃতীয় সপ্তাহের হল তালিকা


তৃতীয় সপ্তাহে এসে ৩৫টি হল পেয়েছে ‘পোড়ামন ২’ । এর মধ্যে ৭টিতে ঈদ থেকে টানা প্রদর্শিত হচ্ছে।

‘পোড়ামন ২’ পরিচালনা করেছেন রায়হান রাফি। নির্মাতার মতো এই সিনেমায় অভিষেক হয়েছে নায়ক সিয়াম আহমেদের। তার বিপরীতে আছেন পূজা চেরি।

টানা তৃতীয় সপ্তাহ : ঢাকায় বলাকা সিনেওয়ার্ল্ড, শ্যামলী সিনেমা, স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টার, বর্ষা (জয়দেবপুর), মেহেরপুর সিনেমা (মেহেরপুর) এবং মমো ইন (বগুড়া)।

প্রথম সপ্তাহ : মধুমিতা (ঢাকা), বনলতা (ফরিদপুর), বনানী (কুষ্টিয়া), ছায়াবানী (ময়মনসিংহ), চিত্রালী (খুলনা), দুলাল (ফেনী), হীরামন (নেত্রকোণা), ঝংকার (পাঁচদোনা), কানন (সাগরদিঘী), কেয়া (টাঙ্গাইল), কল্লোল (মধুপুর), মানসী (কিশোরগঞ্জ), মডার্ন (দিনাজপুর), শাপলা (রংপুর), মমতাজ (সিরাজগঞ্জ), মনিহার (যশোর), মনিকা (শায়েস্তাগঞ্জ), নন্দিতা (সিলেট), নিউমেট্টো (নারায়ণগঞ্জ), অভিরুচি (বরিশাল), প্রীতি (আগলা), রাজ (কুলিয়ারচর), রানা (বামন্দি), রানীমহল (ডেমরা), রাজিয়া (নাগরপুর), রুনা (চালাকচর), শঙ্খ (খুলনা) ও সেনা (সাভার)।


মন্তব্য করুন