Select Page

প্রচারণার খামতি কতটা ঢাকলো ‘সাপলুডু’ ট্রেলার?

প্রচারণার খামতি কতটা ঢাকলো ‘সাপলুডু’ ট্রেলার?

বাংলা চলচ্চিত্র নিয়ে যারা ভাবেন বা কাজ করেন, তাদের অনেকেই প্রশ্ন তুলেছিলেন- মুক্তির কয়েকদিন বাকি থাকলেও প্রচারণায় কেন নেই ‘সাপলুডু’। বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রেলার প্রকাশের মাধ্যমে সেই খামতি খানিকটা ঢাকলো ছবিটি।

তারপরও অনেকে প্রশ্ন তুলেছে- স্রেফ অনলাইন ও টিভিতে ট্রেলার দেখিয়ে কতটা দর্শকের কাছে পৌঁছবে পারবে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত এবং গোলাম সোহরাব দোদুল পরিচালিত প্রথম ছবি ‘সাপলুডু’।

সোয়া তিন মিনিটের ভিডিও বলে দিচ্ছে- পলিটিক্যাল থ্রিলার ঘরানার ছবি এটি। যার ব্যাপ্তি শহর থেকে গ্রামে, লোকালয় থেকে জঙ্গল, সমুদ্র তীরে। আরও আছেন তারিক আনাম, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, সালাহউদ্দিন লাভলু, রুনা খান, সুষমা সরকার, মারজুক রাসেলের মতো পরিচিত ও পরীক্ষিত অভিনেতারা।

‘খেলার অংশ এখানে সবাই, কেউ আড়াল থেকে খেলে সবাইকে নিয়ে, যেখানে ভুলের মাশুল দিতে হয় নিঃশ্বাসের দামে, অন্যের জালে নিজের সব যখন হারায় তখন ঘুরে দাঁড়ায় কেউ কেউ, প্রতিপক্ষ নিঃশেষ হবার আগেই এ খেলা শেষ হয় না। মারতে হবে নয়তো মরতে কিন্তু খেলতে হবে সবাইকে’, ট্রেলারের শেষে শতাব্দী ওয়াদুদের কণ্ঠে এই সংলাপ পছন্দ করেছে।

ট্রেলার দীর্ঘ হলেও গল্পের চমক এখনো বোঝার বাকি আছে। অনেক কিছু খোলাসা হবে প্রেক্ষাগৃহে।

সব মিলিয়ে মনে হচ্ছে, গল্প ও নির্মাণ মোটামুটি সন্তোষজনক হলে ওয়ার্ড টু মাউথের জোরে ছবিটি কিছু এগোতে পারে। বিশেষ করে চলতি বছরে বাংলা সিনেমায় বিশেষ কোনো সাফল্য না থাকায় এই ছবির দিকে তাকিয়ে আছেন দর্শক।

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘সাপলুডু’ মুক্তি পাবে ২৭ সেপ্টেম্বর।


মন্তব্য করুন