Select Page

প্রচারের আলোয় রোশান

প্রচারের আলোয় রোশান

rokto-roshan

জাজ মাল্টিমিডিয়া বরাবরই নায়িকাদের গুরুত্ব দিয়ে আসছে। তার ওপর যদি হয় লেডি অ্যাকশন সিনেমা, তাহলে তো কথাই নেই। তেমন হয়েছে নতুন সিনেমা ‘রক্ত’র ক্ষেত্রে।

সিনেমাটির নায়িকা পরী মনি সংবাদমাধ্যম ও জাজের পিআরে যতটা গুরুত্ব পাচ্ছেন না, তার সিকি ভাগেও নেই রোশান

এবার খানিকটা দেখা গেল রোশানকে। বর্তমানে এফডিসিতে সিনেমাটির শুটিং চলছে। সেখানে অংশ নেন রোশান।

জানা যায়, দুর্নীতিবাজ মেয়রের আস্তানায় গিয়ে গোপনে ভিডিও ধারণ করছিলেন তিনি। মেয়রের লোকজন দেখে ফেলায় পালিয়ে যান। তাতেও শেষ রক্ষা হয়নি। এরপর সোজা লক আপে।

এফডিসির একটি লোকেশনে বানানো হয়েছে থানার সেট। সেখানে চলছে শুটিং। মঙ্গলবার দুপুরে এফডিসির এক নম্বর ফ্লোরে গিয়ে দেখা যায় এ দৃশ্য।

থানার লক আপে দাঁড়িয়েই রোশান বললেন, ‘মেয়র খারাপ মানুষ। তাঁর কিছু অপকর্ম গোপনে ভিডিওতে ধারণ করি। এ কারণেই পুলিশ দিয়ে আমাকে ধরে আনা হয়।’

ঈদুল আজহার জন্য ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘রক্ত’ নির্মিত হচ্ছে।


Leave a reply