
প্রতিরুদ্ধের প্রথম টিজার
জাগো-খ্যাত নির্মাতা খিজির হায়াত খানের নির্মানাধীন চলচ্চিত্র প্রতিরুদ্ধের প্রথম টিজার অনলাইনে মুক্তি দেয়া হয়েছে। ১ মিনিট ৪৯ সেকেন্ডের এই টিজারে ছবিটির গল্প সম্পর্কে সামান্য আঁচ পাওয়া যায়। ছবিতে অ্যাকশন দৃশ্যগুলো দর্শকের দৃষ্টি আকর্ষন করার জন্য যথেষ্ট। প্রতিরুদ্ধ চলচ্চিত্রে অভিনয় করেছেন খিজির হায়াত খান, অমিত সিনহা এবং নওশাবা। বিএমডিবি-র পাঠকদের জন্য টিজারটি এখানে উপস্থাপন করা হল।