Select Page

‘প্রতিশোধ’ ও ‘প্রতিক্ষণ’র মহরত, অভিনয় করবেন সাইমন-সানাই

‘প্রতিশোধ’ ও ‘প্রতিক্ষণ’র মহরত, অভিনয় করবেন সাইমন-সানাই

সাইমন সাদিক ও নবাগত সানাই ‘প্রতিশোধ’ ও ‘প্রতিক্ষণ’ নামে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার বিএফডিসিতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক খোরশেদ আলম খসরু। এছাড়া সিনেমা দুটির নির্মাতা শিল্পীসহ অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন। খবর রাইজিং বিডি।

সিনেমা প্রসঙ্গে নির্মাতা মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘অ্যাকশন-রোমান্টিক সিনেমা ‘প্রতিশোধ’। খুব শিগগির এ সিনেমার দৃশ্যায়নের কাজ শুরু করব। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এর শুটিং হবে। এতে মোট পাঁচটি গান থাকবে।’

রোমান্টিক-অ্যাকশন ধাঁচের এ সিনেমা প্রসঙ্গে চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, ‘রোমান্টিক গল্পের সিনেমা ‘প্রতিশোধ’। সিনেমাটির গল্প শুনেই ভালো লেগেছে। আশা করছি, কাজটি ভালো হবে।’’

সাইমন সাদিক ‘নদীর বুকে চাঁদ’, ‘বাহাদুরী’, ‘জান্নাত’, ‘গোলাপতলীর কাজল’সহ বেশ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া কয়েকটি নতুন সিনেমার কথা চলছে বলে জানা যায়।

এদিকে নবাগত সানাই পরিচালক গাজী মাহবুবের হাত ধরে সিনেমায় পথচলা শুরু করেন। প্রথম সিনেমার শুটিং শুরুর আগেই দ্বিতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি


Leave a reply