Select Page

প্রথমেই যৌথ প্রযোজনায়

প্রথমেই যৌথ প্রযোজনায়

MAHIচলচ্চিত্র প্রযোজনায় আসছেন মাহি এমন ঘোষনা অনেক আগেই শোনা গিয়েছিল। নিজ প্রযোজনা প্রতিষ্ঠানের নামও প্রকাশ করেছেন তিনি – নাম রেখেছেন স্করপিয়ন। এবার জানালেন তার প্রথম প্রযোজিত ছবির প্রসঙ্গে।

প্রথম ছবির নাম নিয়তি। পরিচালনা করবেন জাকির হোসেন রাজু। তবে খবর হল, এই ছবিটি নির্মিত হচ্ছে যৌথ প্রযোজনায়। মাহির স্করপিয়নের সাথে আছে ভারতের এসকে ফিল্মস। দুই প্রযোজনা সংস্থার ছবিতে থাকবেন দুই দেশের শিল্পী। যৌথ প্রযোজনা প্রসঙ্গে মাহি জানিয়েছেন – প্রথম ছবিতে ঝুকি নিতে চান না বলেই তিনি যৌথ প্রযোজনায় যাচ্ছেন।

আগামী ২৬ ডিসেম্বর মাহি অভিনীত দেশা দ্য লিডার এবং ৯ জানুয়ারী ওয়ার্ণিং মুক্তি পাওয়ার কথা রয়েছে।


মন্তব্য করুন