Select Page

প্রথম আলো পুরস্কার ২০২২: দুই বিভাগেই সেরা চঞ্চল চৌধুরী, সেরা অভিনেত্রী তুষি-মিম

প্রথম আলো পুরস্কার ২০২২: দুই বিভাগেই সেরা চঞ্চল চৌধুরী, সেরা অভিনেত্রী তুষি-মিম

২০২২ সালে দেশের প্রেক্ষাগৃহে ঝড় তুলেছিল দুই সিনেমা- মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ ও রায়হান রাফীর ‘পরাণ’। মেরিল-প্রথম আলো পুরস্কারের এ বছরে আসরে ‘হাওয়া’ পেয়েছে সর্বোচ্চ পুরস্কার, ৫টি। অন্যদিকে ‘পরাণ’ পেয়েছে দুটি।

এছাড়া সীমিত দৈর্ঘ্যের কাহিনীচিত্র ‘আড়াল’ পেয়েছে তিনটি, ‘পুনর্জন্ম’ সিরিজের তৃতীয় কিস্তি দুটি পুরস্কার জিতেছে। এছাড়া একটি করে পুরস্কার গেছেন গালিবের প্রেম ও বসন্তের কাব্য, দেশান্তর, দুই দিনের দুনিয়া, শাটিকাপ, পেট কাটা ষ-এর ঘরে।

এবার সমালোচকের চোখে সেরা চলচ্চিত্র হয়েছে ‘হাওয়া’। সেরা পরিচালক মেজবাউর রহমান সুমন। এ সিনেমার জন্য সমালোচকের চোখে সেরা অভিনেত্রী হয়েছেন নাজিফা তুষি। তবে এ সিনেমার প্রধান অভিনেতা চঞ্চল চৌধুরী সেরার পুরস্কার জিতেছেন ‘দুইদিনের দুনিয়া’ ওয়েব ফিল্মের জন্য। আর দর্শক জরিপে ‘হাওয়া’র জন্য তিনি সেরা। এ বিভাগে সেরা অভিনেত্রী হয়েছেন বিদ্যা সিনহা মিম।

মেরিল প্রথম আলো পুরষ্কার ২০২২-এর বিজয়ীদের তালিকা—

▪️আজীবন সম্মাননা – সৈয়দ আব্দুল হাদী (সঙ্গীতশিল্পী)

সমালোচক পুরস্কার

▪️সেরা চলচ্চিত্র (চলচ্চিত্র ও ওয়েবফিল্ম) – হাওয়া

▪️সেরা অভিনেতা (চলচ্চিত্র ও ওয়েবফিল্ম) – চঞ্চল চৌধুরী (দুই দিনের দুনিয়া)

▪️সেরা অভিনেত্রী (চলচ্চিত্র ও ওয়েবফিল্ম) – নাজিফা তুষি (হাওয়া)

▪️সেরা চলচ্চিত্র পরিচালক – (চলচ্চিত্র ও ওয়েবফিল্ম) – মেজবাউর রহমান সুমন (হাওয়া)

▪️সেরা ওয়েব সিরিজ – শাটিকাপ

▪️সেরা পরিচালক (ওয়েব সিরিজ) – নুহাশ হুমায়ূন (পেট কাটা ষ)

▪️সেরা নির্দেশক (সীমিত দৈর্ঘ্য কাহিনীচিত্র) – নাজমুল নবীন (আড়াল)

▪️সেরা চিত্রনাট্যকার (সীমিত দৈর্ঘ্য কাহিনীচিত্র) – আল আমিন হাসান নির্ঝর (আড়াল)

▪️সেরা অভিনেতা (সীমিত দৈর্ঘ্য কাহিনীচিত্র) – প্রীতম হাসান (আডাল)

▪️সেরা অভিনেত্রী (সীমিত দৈর্ঘ্য কাহিনীচিত্র) – নাজিয়া হক অর্ষা (গালিবের প্রেম ও বসন্তের কাব্য)

তারকা জরিপ

▪️সেরা নবাগত অভিনয়শিল্পী – রোদেলা টাপুর (দেশান্তর)

▪️সেরা গায়ক – এরফান মৃধা শিবলু, সাদা সাদা কালা কালা (হাওয়া)

▪️সেরা গায়িকা – আতিয়া আনিসা, চলো নিরালায় (পরাণ)

▪️সেরা অভিনেতা (টিভি নাটক, সীমিত দৈর্ঘ্য কাহিনীচিত্র: ডিজিটাল মাধ্যম, টিভি সিরিজ, ওয়েব সিরিজ) – আফরান নিশো (পুনর্জন্ম-৩)

▪️সেরা অভিনেত্রী (টিভি নাটক, সীমিত দৈর্ঘ্য কাহিনীচিত্র: ডিজিটাল মাধ্যম, টিভি সিরিজ, ওয়েব সিরিজ) – মেহজাবীন চৌধুরী (পুনর্জন্ম-৩)

▪️সেরা অভিনেতা (চলচ্চিত্র ও ওয়েবফিল্ম) – চঞ্চল চৌধুরী (হাওয়া)

▪️সেরা অভিনেত্রী (চলচ্চিত্র ও ওয়েবফিল্ম) – বিদ্যা সিনহা মিম (পরাণ)


মন্তব্য করুন