Select Page

প্রথম সপ্তাহে যে সব হলে ‘যন্ত্রণা’

প্রথম সপ্তাহে যে সব হলে ‘যন্ত্রণা’

পরিচালক আরিফুর জামান আরিফের প্রথম ছবি ‘যন্ত্রণা’ মুক্তি পেল আজ। এতে অভিনয় করেছেন আদর আজাদ, মানসী প্রকৃতি ও নবাগতা সায়মা স্মৃতি। প্রথম সপ্তাহে দেশের ২৪টি প্রেক্ষাগৃহ পেয়েছে ছবিটি।

ঢাকায় লায়ন সিনেমাস, ম্যাজিক মুভি থিয়েটার, আনন্দ, আজাদ, বিজিবি অডিটোরিয়াম, গীত ও নিউ গুলশান প্রেক্ষাগৃহ সিনেমাটি চলবে।

ঢাকার বাইরে দেখা যাবে চাঁদমহল, বনানী – নারায়ণগঞ্জ, চন্দ্রিমা – সাভার, মমতা, ছন্দা – নরসিংদী, মধুবন সিনেপ্লেক্স – বগুড়া, ছায়াবাণী – ময়মনসিংহ, নবীন – মানিকগঞ্জ, আনন্দ – কিশোরগঞ্জ, সংগীতা – খুলনা, মল্লিকা – নওগাঁ, মোহন – হবিগঞ্জ, তামান্না – নীলফামারী, তুলি – যশোর, মিলন – মাদারীপুর, রাজ তিলক – রাজশাহী ও রূপকথা – শেরপুর।

এই ছবির মাধ্যমে পরিচালক আরিফুর জামান আরিফের অভিষেক হচ্ছে। তিনি বলেছেন, “প্রথমবার সিনেমা পরিচালনা করেছি। চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে কাজটি করতে। আশা করি, ‘যন্ত্রণা’ সবার ভালো লাগবে। সবাই হলে এসে সিনেমাটি উপভোগ করবেন।”

গত ২৭ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’র প্রতি সম্মান দেখিয়ে মুক্তি পিছিয়ে দেন সংশ্লিষ্টরা।

ছবিটি নিয়ে নায়ক আদর আজাদের মন্তব্য, ‘ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হয়েছে। এই সিনেমার মাধ্যমে আমি আর প্রকৃতি প্রথমবার একসঙ্গে কাজ করেছি। আশা করছি, আমাদের রসায়ন দর্শকের ভালো লাগবে।’

তিন নায়ক-নায়িকার সঙ্গে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ। স্মার্ট মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত হয়েছে ‘যন্ত্রণা’।


মন্তব্য করুন