Select Page

প্রদর্শনের উপযোগী নয় ‘আড়াল’

প্রদর্শনের উপযোগী নয় ‘আড়াল’

aralনতুন বছরের প্রথম সপ্তাহে সেন্সর বোর্ডে জমা পড়ে শাহেদ চৌধুরী নির্মিত ‘আড়াল’। কিন্তু চলচ্চিত্রটি জনসাধারণের মধ্যে প্রদর্শনের উপযোগী নয় বলে অভিযোগ তুলে আটকে দিয়েছে বোর্ড।

‘আড়াল’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়াজ, আঁচলবিপাশা কবির

প্রচণ্ড আইনহীনতা, অন্যায়-অপরাধ ও গোয়েন্দাবাজিমূলক কার্যক্রম প্রয়োগের মাধ্যমে সংলাপ ও দৃশ্য, আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের অননুমোদিত পোশাক এবং পদবি দেখানো ও অবমাননাকরভাবে উপস্থাপন করার অভিযোগ আনা হয়েছে সিনেমাটির বিরুদ্ধে।

বোর্ড থেকে পাঠানো চিঠিতে এসব বিষয় উল্লেখ করা থাকলেও সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন ছবির পরিচালক।

শাহেদ চৌধুরী যুগান্তরকে বলেন, ‘বাস্তব সমাজের গল্প নিয়ে ছবি বানাতে গেলে নির্মাতাদের কিছুটা বাধা অতিক্রম করতেই হয়। আমি এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করব। আমি জানি এতে করে ছবির কিছু দৃশ্য কেটে ফেলে দিতে হবে। আমার এ গল্পটি যারা মুখোশ পরে নিজেকে আড়াল করে রাখে তাদের নিয়ে তৈরি হয়েছে। তাই কাটলে গল্পের অনেক বিষয়েই আড়ালে থেকে যাবে।’


মন্তব্য করুন