Select Page

‘প্রবাসী ডন’

‘প্রবাসী ডন’

19053_e4সম্প্রতি শাহিন সুমন পরিচালিত ‘প্রবাসী ডন’ ছবির মহরত হয়ে গেল। এফডিসির চার নম্বর ফ্লোরে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ছবির শুভ মহরত ঘোষণা করেন। এ সময় এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী এনামুল হক কালু, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকন এবং ছবির প্রযোজক ইউনূস রানা উপস্থিত ছিলেন।

রানা মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মীয়মান ‘প্রবাসী ডন’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাইমন, পরীমনি, সুমিত, তিথি, অমিত হাসান, আলীরাজ, শিবা শানু, ডন ও কমল পাটেকর। ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। চিত্রগ্রহণে এ আর আজিজ।

সংগীত শওকত আলী ইমন ও আহমেদ হুমায়ূন। সম্পাদনায় একরামুল হক। স্থিরচিত্রে ডিজি পিন্টু। মহরতের পর সুমিত ও তিথিকে নিয়ে একটি গানের শুটিং করেন নৃত্যপরিচালক মাসুম বাবুল। পরিচালক জানালেন ছবির শুটিং হবে ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কায়।


মন্তব্য করুন