Select Page

প্রযোজক হয়ে ফিরছেন শাকিল

প্রযোজক হয়ে ফিরছেন শাকিল


অনেক দিন হলো চলচ্চিত্রে নেই শাকিল খান। আসেন না এফডিসিতেও। চলচ্চিত্রসংশ্লিষ্টদের ধরাছোঁয়ার বাইরে থাকতেন তিনি। তবে এবার সব মান-অভিমান ভুলেছেন। আবার ফিরছেন চলচ্চিত্রে। তবে অভিনেতা হিসেবে নয়, এবার প্রযোজক হিসেবে পাওয়া যাবে তাকে।খবর কালের কণ্ঠ।

এরই মধ্যে যোগাযোগ শুরু করেছেন পরিচালকদের সঙ্গে। গল্প লেখার জন্য বলেছেন কমল সরকারকে।

শাকিল বলেন, ‘কিছু মান-অভিমানের কারণে এত দিন দূরে ছিলাম। কিন্তু ভেবে দেখলাম, এতে আমারই ক্ষতি। তাই ফিরছি। তবে অভিনেতা নয়, এবার প্রযোজক হব। প্রথম ছবিটি হবে রোমান্টিক। অনেক দিন ধরেই প্রেমের ছবির অভাব। অথচ সালমান শাহ, আমি, এমনকি শাকিবেরও জন্ম প্রেমের ছবি দিয়ে। তাই এই সিদ্ধান্ত নিয়েছি। ছবির পাত্র-পাত্রীও চূড়ান্ত, তবে এখনই নাম বলছি না। বিশেষ একটি দিনে পরিচালকসহ অন্য কলাকুশলীদের মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দিতে চাই। ’


মন্তব্য করুন