Select Page

প্রিয়া আমানের চলচ্চিত্রে অভিষেক

প্রিয়া আমানের চলচ্চিত্রে অভিষেক

55525_b9এ প্রজন্মের মডেল অভিনেত্রী প্রিয়া আমান চলচ্চিত্রে কাজ শুরু করতে যাচ্ছেন। এর আগে চলচ্চিত্রের প্রস্তাব পেলেও গল্প পছন্দ না হওয়ায় ফিরিয়ে দিয়েছেন। এই সময়টায় তিনি নাটক এবং টিভি উপস্থাপনা নিয়ে ব্যস্ত ছিলেন। সম্প্রতি সোহেল রানা প্রযোজিত এবং মাশরুর পারভেজ জিবরান ও আকিব পারভেজ পরিচালিত ‘অদৃশ্য শত্রু’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন। নায়ক জায়েদ খানের বিপরীতে অভিনয় করবেন প্রিয়া। আগামী মাসের ১ তারিখ থেকে শ্যুটিং শুরু হওয়া চলচ্চিত্রে প্রিয়ার চরিত্র একজন ধনী আদরের দুলালীর।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন