Select Page

প্রেক্ষাগৃহ সংস্কারে সরকার দিয়েছে ৫০ কোটি টাকা

প্রেক্ষাগৃহ সংস্কারে সরকার দিয়েছে ৫০ কোটি টাকা

দেশের সিনেমা হলগুলোর সংস্কার ও উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সিনেমা হলে ডিজিটাল প্রজেক্টর বসানো, সেন্ট্রাল সার্ভার ও ই-টিকেটিং সিস্টেমের পেছনে খরচ হবে এই টাকা। প্রথম ধাপে ৬০টি হল পেতে যাচ্ছে এই সুবিধা।

এরই মধ্যে এ বিষয়ে করণীয় নির্ধারণ ও পর্যবেক্ষণের জন্য একটি কমিটি করা হয়েছে। কমিটির সদস্য তালিকায় আছেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। বু

ধবার এফডিসিতে তিনি বলেন, ‘সিনেমা হলের উন্নয়নে সরকার বেশ আন্তরিক। মঙ্গলবার মন্ত্রণালয়ে আমাদের সভা হয়েছে। আশা করছি, ছয় মাসের মধ্যে হলগুলোর সমস্যা কমে আসবে।’

গত বছর থেকেই প্রেক্ষাগৃহের উন্নয়নসহ হলগুলোতে সরকারি প্রজেক্টর স্থাপনের জন্য দাবি করে আসছিল চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৮টি সংগঠন।

গুলজার বলেন, ‘হলে প্রজেক্টর বসিয়ে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান অন্যান্য প্রযোজককে নাজেহাল করছে। মেশিন ভাড়া দিয়েই তারা ফতুর হয়ে যাচ্ছে। সেই সমস্যার সমাধান হবে এবার। ই-টিকেটিং চালু হলে ঘরে বসে মোবাইল ফোনেই টিকিট বিক্রির হিসাব-নিকাশ দেখা যাবে।’

সূত্র : কালের কণ্ঠ


মন্তব্য করুন