Select Page

‘প্রেমকাহিনী টু’তে আরো তিন অতিথি

‘প্রেমকাহিনী টু’তে আরো তিন অতিথি

92600_e5গায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার আগে ক্রিকেট খেলতেন আসিফ আকবর। এর পর তাকে বিভিন্ন সময়ে ক্রিকেট বিশ্লেষক হিসেবে মন্তব্য করতে দেখা গেছে। এবার তেমন চরিত্রে পাওয়া যাবে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-টু’ চলচ্চিত্রে।

তার সঙ্গে আরো দেখা যাবে সাংবাদিক জ ই মামুন ও ক্রিকেট তারকা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে। সোমবার তাদের অংশের দৃশ্য ধারণ হয় এটিএন বাংলায়।

রুম্মান রশীদ খানের চিত্রনাট্য ও সাফিউদ্দিন সাফির পরিচালনায় এ ছবিটিতে ক্রিকেট নিয়ে ‘টক শো’র দৃশ্যে দেখা যাবে তাদের। সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, ইমনমৌসুমী হামিদওমর সানী। কোরবানির ঈদে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-টু’ মুক্তির কথা থাকলেও সেটা হচ্ছে না।


মন্তব্য করুন