Select Page

পুত্র সন্তানের জন্ম দিলেন মৌসুমী নাগ

Mousumi_Naag_and shoaib islamঅভিনয়শিল্পী মৌসুমী নাগ ১৩ সেপ্টেম্বর সকালে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। অভিনেতা দম্পতি মৌসুমী এবং শোয়েবের ঘরে এটিই প্রম সন্তান।

শোয়েব-মৌসুমী দম্পতির এটি প্রথম সন্তান হলেও মৌসুমীর প্রথম সন্তান নয়। এর আগে অভিনেত্রী অরুণা বিশ্বাসের ভাই মিঠু বিশ্বাসের সংসারে তাদের একটি ছেলে রয়েছে। ২০১৩ সালের ২৯ অগাস্ট অভিনেতা শোয়েবকে বিয়ে করেন মৌসুমী।


মন্তব্য করুন