Select Page

প্লেব্যাকে শুভ-তিশা

প্লেব্যাকে শুভ-তিশা
10409255_10201126834650745_7294630717065235145_n
সংগীতশিল্পী হিসেবেই ক্যারিয়ার শুরু করেছিলেন তিশা। নাটক, টেলিফিল্মেও শোনা গেছে তাঁর কণ্ঠ। আরিফিন শুভও মাঝেমধ্যে গান করে থাকেন। ইফতেখার চৌধুরীর ‘অগ্নি‘তে কনার সঙ্গে গেয়েছিলেন ‘সহে না যাতনা’।

এই দুই অভিনেতা-অভিনেত্রী এবার একসঙ্গে প্লেব্যাক করলেন অনন্য মামুনেরঅস্তিত্ব‘তে। এটাই তিশার প্রথম প্লেব্যাক। গানটির সুর ও সংগীত করেছেন প্রীতম হাসান, লিখেছেন মেহেদী হাসান লিমন। শুক্রবার এফডিসির ৪ নম্বর ফ্লোরে গানটির শুটিংয়ে অংশ নেন তিশা ও শুভ।


মন্তব্য করুন