Select Page

ফারাজের আগে ‘শনিবার বিকেল’ মুক্তি পাবে তো!

ফারাজের আগে ‘শনিবার বিকেল’ মুক্তি পাবে তো!

সেন্সর আপিল কমিটির সভায় গত ২১ জানুয়ারি মোস্তফা সরয়ার ফারুকীর ছবি ‘শনিবার বিকেল’কে ছাড়পত্র দেওয়ার  সিদ্ধান্ত হয়। 

দীর্ঘ চার বছর সেন্সর বোর্ডে আটকে থাকার পর এমন খবরে স্বস্তি পান ছবির পরিচালক ও প্রযোজক। জানিয়েছিলেন, ছাড়পত্র পেলেই ছবির ট্রেলার প্রকাশ করবেন।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়, গুলশান হামলার ঘটনা নিয়ে বলিউড ছবি ‘ফারাজ’ মুক্তির আগে অথবা একই দিন দেশে মুক্তি পাবে ‘শনিবার বিকেল’। আগামী ৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে হানসাল মেহতার ‘ফারাজ’। তবে ‘শনিবার বিকেলে’র ভাগ্যে এখনো মেলেনি মুক্তির অনুমতি চিঠি। সাধারণত আপিল বোর্ড ছবি দেখার সাত কর্মদিবসের মধ্যে পত্র মারফত সিদ্ধান্ত জানাতে হয়। কিন্তু ১০ দিন কেটে গেলেও কোনো চিঠি পাননি প্রযোজক-পরিচালক।

গত ২১ জানুয়ারি আপিল কমিটির সদস্য সাংবাদিক শ্যামল দত্ত বলেছিলেন, “শর্ত সাপেক্ষে ‘শনিবার বিকেল’ মুক্তিতে আর কোনো বাধা নেই। আমরা ছবিটিকে ছেড়ে দিয়েছি। আমরা সবাই ছবিটি দেখেছি, হলি আর্টিজানের ঘটনার হুবহু রূপায়ণ নয় এটি। তাই কোনো দৃশ্য সংযোজন ও পরিমার্জনের প্রয়োজন নেই। পরিচালককে আমরা বলেছি, ছবির শুরুতে একটি ডিসক্লেইমার দিতে হবে। তাতে লেখা থাকতে হবে, ছবিটি হলি আর্টিজানের ঘটনা অবলম্বনে নয়।”

এখন তিনি বলছেন, ‘আমরা ছবিটি দেখেছি আর এটি মুক্তির পক্ষে রায় দিয়েছি। আমাদের কাজ এখানেই শেষ। এখন সেন্সর ছাড়পত্র দেওয়ার কাজ মন্ত্রণালয়ের। তারা কেন চিঠি দিতে দেরি করছে, তা আমার জানা নেই।’

৩ ফেব্রুয়ারির বাকি মাত্র তিন দিন, এখনো চিঠি না পেয়ে হতাশ নির্মাতা ফারুকী। তিনি বলেন, ‘কীভাবে এই পরিস্থিতিটা ব্যাখ্যা করব আমার জানা নেই। কী হচ্ছে—কী ঘটছে তার কিছুই জানি না।’

৩০ জানুয়ারি এই নির্মাতা সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্ষেপ জানিয়ে লিখেছেন, “সেন্সর বোর্ডের ভাই-বোনেরা, আমরা এখনো আপনাদের চিঠির অপেক্ষায়। বাংলাদেশের আইন অনুযায়ী আপিল বোর্ড একটা সিনেমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সর্বোচ্চ ক্ষমতা রাখে। ‘শনিবার বিকেল’-এর ব্যাপারে তাদের সিদ্ধান্ত দেশি-আন্তর্জাতিক পত্র-পত্রিকা এবং টেলিভিশনের কল্যাণে সারা দুনিয়ার মানুষ জানে। তারা সবাই তাকিয়ে আছে। আর দেরি না করে চিঠিটা তাড়াতাড়ি পাঠান। আমরা বাংলাদেশকে আর বিব্রতকর অবস্থায় না ফেলি।”

কেন ‘শনিবার বিকেল’কে চিঠি পাঠানো হচ্ছে না, এ বিষয়ে সংবাদমাধ্যমগুলো কোনো তথ্য জানাতে পারেনি।

/কালের কণ্ঠ


Leave a reply