Select Page

ফারুকীর দুই ছবিতে তিন নায়িকা

ফারুকীর দুই ছবিতে তিন নায়িকা

Mehjabin - Shina Chowhan - Tishaমোস্তফা সরয়ার ফারুকী একই সাথে দুটি ছবি নির্মানের ঘোষনা দিয়েছেন সম্প্রতি। এদের একটি ‘পিঁপড়াবিদ্যা’ এবং অন্যটি ‘ডুবোশহর’। ছবি দুটিতে অভিনয় করছেন বাংলাদেশের মেহজাবিন, তিশা এবং ভারতের মিস কলকাতা ও মিস ইউনিভার্স ইন্ডিয়া শিরোপাধারী শিনা চৌহান। তিশা জানিয়েছেন, তার চতুর্থ ছবি ‘ডুবোশহর’ এর গল্প তার খুবই পছন্দ হয়েছে। অন্যদিকে মেহজাবিন জানিয়েছেন যদিও তিনি পরবাসিনী নামে একটি ছবির শ্যুটিং করেছিলেন কিছুদিন, কিন্তু এখন সেই ছবির কোন খবর নেই বলে ‘ডুবোশহর’ই তার প্রথম ছবি। শিনা চৌহান ফারুকীর সাথে কাজ করতে পারার ভালো লাগছে বলে জানিয়েছেন।

নির্মাতা ফারুকী জানিয়েছেন ‘পিঁপড়াবিদ্যা’ ছবিতে মধ্যবিত্ত পরিবারের এক যু্বকের আশা, সীমাবদ্ধতা, লোভ ইত্যাদি তুলে ধরা হয়েছে। ‘ডুবোশহর’ চলচ্চিত্রে দুজন তরুণীর বন্ধুত্ব, প্রেম ইত্যাদি দেখানো তুলে ধরা হবে। পিঁপড়াবিদ্যা ছবির শ্যুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে।

সূত্র: দৈনিক প্রথম আলো


মন্তব্য করুন